Adsterra

ঢাকা শহরে মধ্যরাতে ডাকাতি করতে গিয়ে তিন পুলিশ কারাগারে

ঢাকা শহরে মধ্যরাতে ডাকাতি করতে গিয়ে তিন পুলিশ কারাগারে


বিদেশফেরত সব ব্যক্তিদের মালামাল যথাসময়য়ে লুটে নিতে মধ্যরাতে ঢাকার বিমানবন্দরের সামনের সড়কে মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে আছেন একদল ডাকাত। এ খবর ঠিকমত শুনে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ হতে ১টি হাতকড়া উদ্ধার করা হয়। পরে জানা যায়, তাঁরা পুলিশের কনস্টেবল। মিরপুরে আচ্ছাদন মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) দায়িত্বরত। জিজ্ঞাসাবাদে এই ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান নেওয়ার কথা  করেন তাঁরা। একজন আদালতে ঠিক স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।


এই তিন পুলিশ সদস্য হলেন রবিউল ব্যাপারী (২৭), মো. আজাদ (২৪) ও দীপ্ত  বর্মণ (২৫)। তিনজনই অধুনা কারাগারে আছেন। রবিউলের থাকার জায়গা মাদারীপুরের রাজৈর উপজেলার নরারকান্দি গ্রামে, আজাদের বাসা দিনাজপুরের মহাদেবপুর গ্রামে আর উজ্জ্বলের বাড়ি লালমনিরহাটের মধুরাম গ্রামে।


১ এপ্রিল ঠিক রাত ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ বক্সের সামনের সড়ক হতে  গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম প্রথম আলোকে এই বলেন যে, ওই রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন কনস্টেবলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা কবুল করেছেন, সংঘবদ্ধ দস্যু চক্রের সাথে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে। ডাকাতির এই উদ্দেশ্যেই সেদিন তাঁরা সেখানে অবস্থান করেছিলেন। 


তিন পুলিশ কনস্টেবল এর মধ্যে ঝলমলে চন্দ্র বর্মণের কাছ থেকে ১টি হাতকড়া  করা হয় বলে পুলিশের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার আসমা আক্তার সোনিয়া জানান। এ ঘটনায় সেই রাতে (২ এপ্রিল ১ম প্রহরে) তিন পুলিশ কনস্টেবলসহ নয়জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ। মামলার  তালিকায় ১টি হাতকড়া ছাড়াও ১টি লেজার লাইটের উল্লেখ রয়েছে। এ ব্যতীত তিন আসামির মুঠোফোন জব্দ করা হয়েছে।



মামলার বাদী এসআই আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, লুকানো নিউজের ভিত্তিতে ঘটনাস্থলে হাজির হওয়ার পর ১টি মাইক্রোবাস দেখতে পান। সেই সময় গাড়িতে অবস্থান করছিলেন কয়েকজন। আর বাকিরা সব দাঁড়িয়ে ছিলেন। পুলিশের গাড়ি প্রবল বৃষ্টিপাত পর গাড়িতে থাকা দস্যু দলের মেম্বাররা ঘটনাস্থল হতে ফাস্ট পালিয়ে যান। তিনজনকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে  করেন, তাঁরা পুলিশের কনস্টেবল।


মামলায় নীলফামারীর আবদুর রাজ্জাক (২৬), মাদারীপুর এর প্রদীপ বালা (২৪), গোপালগঞ্জের লিংকন মণ্ডলকে (৩৩) আসামি করা হয়েছে। অপর তিন  মিন্টু (৩০), রকমারি (৩৭) ও জীবনের (৪২) নাম–ঠিকানা জানা যায়নি। গত সোমবার রাতে পুলিশের তিন কনস্টেবলকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অ্যাপ্লাই করে বিমানবন্দর থানা–পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিন  ও পলাতক আসামিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিদেশ থেকে আসা যাত্রীদের যানবহনের গতি রোধ করে  সঙ্গে থাকা মূল্যবান স্বর্ণালংকার ও মালামাল ডাকাতি করে আসছেন। তাঁরা আন্তজেলা ডাকাত টিমের সদস্য। 


No comments

Powered by Blogger.