Adsterra

রাশিয়াটি TU 160 বনাম যুক্তরাষ্ট্রের B21 কোনটি বেশি শক্তিশালী।

 

রাশিয়াটি TU 160 বনাম যুক্তরাষ্ট্রের B21 কোনটি বেশি শক্তিশালী, ঢাকা ভয়েস, Dhaka Voice, Today Trending News, Today Viral News, Hot News, Top News

রাশিয়াটি
TU 160 বনাম যুক্তরাষ্ট্রের B21 রেইডার কোনটি সেরা? আকাশে শক্তিতে দুই পরাশক্তির মধ্যে কে এগিয়ে?

যুক্তরাষ্ট্রের B21 রেইডার এখন আকাশে ওড়ার জন্য তৈরি হয়নি। দেশটি জানিয়েছে ২০২৭ সালে বিমানটি প্রস্তুত হবে।

রুশ TU 160 বর্তমানে সবচেয়ে বড় ও ভারী যুদ্ধ বিমান। যা মাত্র স্পিডে ছুটতে পারে।  শত্রুর সীমানায় ঢুকে নিউক্লিয়ার বোমা ছোড়ার জন্যই যেন একে তৈরি করা হয়েছে। আমেরিকান টমক্যাট যুদ্ধ বিমানের মত এই রুশ যুদ্ধবিমানটিতেও আছে সুইপ গুইং প্রযুক্তি।

যুক্তরাষ্ট্র যখন তাদের যুদ্ধবিমানকে গোপনে উড়ার জন্য সক্ষম করতে মন দিয়েছে, তখন রাশিয়া মন দিয়েছে প্রচন্ড গতির ফাইটার জেড তৈরিতে।

রুশ যুদ্ধ বিমানে প্রচুর পরিমাণে বোমা ও বহন করা যায়। ফলে ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপ করে বিমানগুলোর কোন ক্ষতিই করা যায় না। আর সুইপ ডিজাইনের কারণে সাব সনিক ও সুপার সনিক দুই গতিতেই এটি উড়তে পারে।

২০০২ সালে TU 160 বিমানগুলো আধুনিকরণ করা হয়। এখন এগুলো শুধু নিউক্লিয়ার বোমার নয়, KH555 প্রচলিত অনেক ধরনের অস্ত্রই বহন করতে সক্ষম।

কমিউনিকেশন, ন্যাভিগেশন আর ইঞ্জিন ও আপগ্রেড করা হয়েছে। সম্প্রীতি বিমানটির প্রোডাকশন ও বাড়াচ্ছে রাশিয়া।

কারণ হিসেবে আমেরিকা বলছে,রাশিয়ার হাতে এই ফাইটার প্লেন আছে মাত্র ১৭ টি। যার মধ্যে ১১ টি অপারেশনাল।

প্রতিটি TU160 বিমানে আছে ৪ টি NK13 আফটার বার্নিং টার্বোফ্যানিক। এটি যুদ্ধ বিমানে ব্যবহার করা সর্বকালের সেরা শক্তিশালী জেড ইঞ্জিন। ১১০ টন বোমা নিয়ে মাত্র 2.4 স্পিডে উড়তে পারে এই ফাইটাড় জেড বিমানটি। ৬ হাজার ৫০০ মাইল রেঞ্জের বিমানটির বাইরে দূরপাল্লার মিসাইল ও যুক্ত করা যায়। আকাশেই জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় রেঞ্জ বাড়তে পারে প্লেনটির।

এদিকে মার্কিন B21 রেডি ফ্লাইটার প্লেনের শক্তিমোক্তার খবর এখনো রহস্যে ঢাকা। বলা হয়ে যাচ্ছে, এটি একটি দূরপাল্লার স্ট্রেটেজিক বোমার বিমানই হবে। প্রচলিত এবং নিউক্লিয়ার উভয় ধরনের অস্ত্র নিয়ে উড়তে পারবে। চালকবিহীন এই বিমানটিকে বলা হচ্ছে, এটিই হবে পৃথিবীর প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। এর প্রতিটি তৈরিতে যুক্তরাষ্ট্রের খরচ হবে ৭০০ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র B21 শুধুমাত্র বোমার বিমান হিসেবে তৈরি করছে না। শত্রু এলাকায় গিয়ে গোয়েন্দাগিরি ও করতে পারবে B21 সেন্সর ক্যাপাবিলিটি ব্যবহার করে নিজেরা অবস্থান প্রকাশ না করে অন্য ফাইটার প্লেনকে নিজের টার্গেটে আঘাত করাতে পারবে এই বিমান।

তাহলে কে সেরা? রাশিয়াটি TU 160 বনাম যুক্তরাষ্ট্রের B21 রেইডার কোনটি সেরা? রাশিয়ার প্লেনটির ক্ষমতা প্রমাণিত। কিন্তু মার্কিন B21 এখনো নির্মানাধীনন। এবং এর ক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। এর আগের প্রজন্মের B2 বোমবার ও স্টিলথ ফাইটার।

কিন্তু গতি ও বোমা বহনের ক্ষমতার তুলনায় এটি রুশ TU 160 এর চেয়ে পেছনে।

এখন আধুনিক যুদ্ধের সঙ্গে মানানসই B21 কি রাশিয়ান সুপারসনিক বিমান TU 160 কে হারিয়ে দিবে?  যুক্তরাষ্ট্র বলছে সবচেয়ে সেরা হবে B21

সেটাই বা কতটুকু সত্যি?


চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


follow our Facebook page DHAKA Voice

follow our Twitter account Dhaka Voice 

No comments

Powered by Blogger.