Adsterra

প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন সুফিউল আনাম


প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন সুফিউল আনাম

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কে এম সুফিউল আনাম।

গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সপরিবার সাক্ষাৎ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।

আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দী থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই তাঁকে উদ্ধার করে। সুফিউল আনাম গতকাল বুধবার বিকেলে দেশে ফেরেন।

অপহৃত জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম বলেন, অপহরণের পর তাঁকে কখনো পাহাড়ে আবার কখনো মরুভূমিতে নিয়ে রাখা হয়েছে। এই পুরো সময়টাতেই কালো কাপড়ে চোখ বেঁধে রেখেছিল অপহরণকারীরা। 

সুফিউল আনাম বলেন, অপহরণের পর ১৮ মাসে ১৮ বার স্থান পরিবর্তন করা হয়। খাওয়াদাওয়াতে সমস্যা করেনি, শারীরিক নির্যাতন করেনি। তবে ভাবতে পারিনি বেঁচে ফিরব। প্রতি মুহূর্তে মনে হয়েছে মেরে ফেলবে আমাদের।’ 

সুফিউল আনাম আরও বলেন, আমি জানতাম না, আমাকে উদ্ধারে সরকারের পক্ষ থেকে চেষ্টা করছে। আমাকে দিয়ে একবার ভিডিও বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলতে বলা হয়, আমাকে উদ্ধারে যেন দাবি পূরণ করা হয়। কিন্তু সেটা যে ৩০ লাখ ডলার ছিলএসব আমি জানতাম না।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ২০২২ সালে জাতিসংঘে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্যরা অপহরণ করে এবং তাঁর মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন ডলার দাবি করে।

 

No comments

Powered by Blogger.