Adsterra

মেকাপের উজ্জ্বল গল্পের পিছনের কালো অধ্যায়

মেকাপের উজ্জ্বল গল্পের পিছনের কালো অধ্যায় ঢাকা ভয়েজ  dhaka voice;


 মেকাপের উজ্জ্বল গল্পের পিছনের কালো অধ্যায়

নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনে হাল ফ্যাশনে এক বড় জায়গা করে নিয়েছে মেকআপ তবে মেকআপের উজ্জ্বল গল্পের পেছনে রয়েছে এক ভয়ংকর কালো অধ্যায় মেকআপের জাদুকরী উপাদান বলা হয় মাইকাকে এখন নিশ্চয়ই ভাবছেন, কি এই মাইকমাইকা মূলত এক ধরনের খনিজ মেকাপের সিমারি উপাদান হিসেবে একে ব্যবহার করা হয় হাইলাইটার, আই শ্যাডো, লিপস্টিক, লিপগ্লোসের মত প্রসাধনীতে মাইকার ব্যবহার হয় বেশি। এবার জানার পালা, কোথা থেকে আসে এই মূল্যবান খনিজ  মূলত ভারতে ঝারখান বিহার বিশ্বব্যাপী মাইকার বড় উৎপাদক  অন্ধকার কালো গুহার মধ্যে জমে এই খনিজ যা সংগ্রহ করতে ব্যবহার করা হয় ছয় থেকে সাত বছরের কাছাকাছি শিশুদের কারণ অন্ধকার গুহার খাদ্গুলোতে বড়দের চলাচলের নেই কোন ব্যবস্থা ভারতের কৈলাস চিলড্রেন ফাউন্ডেশন এর তথ্যমতে, এই খনিজ সংগ্রহের  কাজ করে প্রায় ২২ হাজারের বেশি শিশু অন্ধকার পথে চলতে গিয়ে খনি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রতি মাসে মারা যায় ১০ থেকে ২০ টি শিশু  এদের কারো কারো তো লাশ খুঁজে পাওয়া যায় না জীবনের ঝুঁকি নিয়ে সারা দিনের কাজের পারিশ্রমিক হিসেবে একজন শিশু পায় মাত্র ৪০ থেকে ৫০ টাকা আর এইভাবে দম বন্ধকর অন্ধকার জীবনে বিপরীতে চকচকে হয়ে উঠে সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ। 

No comments

Powered by Blogger.