শেখ মুজিব || শাহরিয়ার সোহাগ এর কবিতা
শেখ মুজিব,
তোমাকে জানাচ্ছি-
সেই দেশেরই এক রক্ত গোলাপের শুভেচ্ছা,
যে দেশের জন্য তুমি জীবন দিয়েছো।
তোমাকে জানাচ্ছি-
সেই দেশেরই এক নদীর ফুটন্ত শাপলা ফুলের শুভেচ্ছা।
যে দেশের মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে,
একনদী রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল তাদের স্বাধীনতা।
তুমি হলে বাঙালী জাতির নেতা।
তাই তো এদেশের মানুষ তোমাকে বসিয়েছে জাতির পিতার আসনে।
মুজিব, তোমাকে দিলাম সেই বোনের গাঁথা একটা গাদা ফুলের মালা,
যে বোন গাঁদা ফুলের মালা নিয়ে বসে আছে তার ভাইয়ের জন্য।
তোমার জন্য রেখেছি সেই মায়ের বানানো ভাঁপা পিঠা,
যে মা আজো বসে আছে তার ছেলের জন্য, পথ চেয়ে,
ভাঁপা পিঠার গামলা নিয়ে।
আমি সোহাগ,
স্বাধীনতার অনেক পরে আমার জন্ম।
স্বাধীনতার স্বাদ, এর আনন্দ আমি দেখিনি,
শুনেছি, জেনেছি।
শুনেছি তোমার সেই বর্জকন্ঠ-
'এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।'
যে কন্ঠের ডাকে সাড়া দিয়েছিল এদেশের সকল মুক্তিকামী মানুষ।
জেনেছি তোমার সেই অবদানের কথা।
যেটি না থাকলে হয়ত আমরা এখনো থাকতাম
সেই একাত্তরের পীষাচ উর্দুবাবুদের নির্যাতনের মধ্যে।
যেটি না থাকলে আমরা কথা বলতে পারতাম না আমাদের মায়ের ভাষায়।
উচ্চারণ করতে পারতাম না সেই মধুর 'মা' ডাকটি।
বলতে পারতাম না-
আমার সোনার বাংলা।
আমি তোমায় ভালোবাসি।
শাহরিয়ারসোহাগ এর শেখ মুজিব কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
No comments