Adsterra

শঙ্কর রায় চৌধুরী || মুক্তিযুদ্ধে বিদেশির অবদান



শঙ্কর রায় চৌধুরী || মুক্তিযুদ্ধে বিদেশির অবদান

 শঙ্কর রায় চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর জেনারেল ছিলেন। তাঁর জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৩৭ সালে অবিভক্ত ভারতে (বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার) দেবহাটার টাউন শ্রীপুর গ্রামে। পরবর্তীতে তাদের পরিবার কলকাতায় চলে আসেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলিজিয়েট স্কুল এবং সেন্ট জর্জেস কলেজে লেখাপড়া করেন। শঙ্কর রায় ভারতীয় সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সাল থেকে ১৯৯৭  সাল পর্যন্ত ছিলেন। তিনি ১৯৫৭ সালের ৯ জুন সেনাবাহিনীর আর্মড কোরের ২০ তম ল্যান্সার্স রেজিমেন্টে কমিশন পান ২য় লেফটেন্যান্ট হিসেবে, তিনি প্রশিক্ষণরত ছিলেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে শঙ্কর চাম্ব-জুরিয়ান সেক্টরে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের যুদ্ধে তিনি পূর্ব পাকিস্তানের যশোর-খুলনা অঞ্চলে যুদ্ধ করেন। 

     শঙ্কর রায় চৌধুরী তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ সেবা সমূহের মহাপরিদপ্তের অধিনায়ক (জিওসি-ইন-সি অব আর্মি ট্রেনিং কমান্ড) হিসেবে নিয়োগ পান ১৯৯২ এর আগস্টে। জেনারেল শঙ্কর পূর্ণ জেনারেল হিসেবে ১৯৯৪ সালের ২২ নভেম্বর ভারতের ১৮ তম সেনাপ্রধান হন। ১৯৯৭ সালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তিনি তাঁর জন্মভিটায় ঘুরে গিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বিশেষ অবদান রাখেন মুক্তিবাহিনীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

    একাত্তরের বিজয় দিবসের ঠিক আগের দু সপ্তাহ ধরে চলেছিল তীব্র যুদ্ধ-যার একদিকে ছিল পাকিস্তানি সেনা, আর অন্যদিকে ভারতীয় সেনা আর বাংলাদেশের মুক্তিবাহিনী। উনিশশ একাত্তরের ৩ ডিসেম্বর পাকিস্তানি সেনা যখন একযোগে ভারতের মোট এগারোটি বিমানঘাঁটিতে হামলা চালায়, সঙ্গে সঙ্গে পাল্টা সেনা অভিযানের কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যায় সেদিন থেকেই, যদিও যুদ্ধের প্রস্তুতিপর্বটা চলছিল আগের বেশ কয়েক মাস ধরে। 

No comments

Powered by Blogger.