Adsterra

বিশ্বের শীর্ষ পাঁচটি ধনী শহর

ঢাকা ভয়েজ, dhaka voice,  বিশ্বের শীর্ষ পাঁচটি ধনী শহর


প্রায় সব দেশের মানুষ গ্রাম থেকে শহরে ছুটে আসে জীবিকার জন্য।আবার কেউ কেউ শহরে আসে একটি উন্নত জীবন যাপনের জন্য। সবার মনে যেন একটাই ধারণা, শহরের মানুষ অনেক উন্নত মানের জীবন যাপন করে। বড় বড় দালান কোঠা, সুদীর্ঘ রাস্তা ও উচ্চ গতির  যানবাহন, দর্শনীয় স্থান সেই সাথে দামি দামি জিনিসপত্র এর সব দোকানপাট, আকর্ষণ করে শহর ও শহরের বাইরে মানুষকে। শহরে রং বেরং এর  বাতির  ছাউনির নিচে বসবাস করে অনেক কোটিপতি। শহর মানে অনেকের কাছে ধনীদের জায়গা। যদি অ বিশ্বের পাঁচটি শহর এই কথা কে সত্য প্রমাণ করেছে। সম্প্রতি অভিবাসন  পরামর্শ বিষয়ক  প্রতিষ্ঠান  “হেনরি অ্যান্ড পার্টনার'শীর্ষ ধনী শহর গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনে  জানাবো বিশ্বের  পাঁচটি ধনী শহরের কথা।

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সম্পর্কে বলা হয়- "A City Never Sleeps"  অর্থাৎ এই শহর এ কখনো ঘুমায় না। দেশটির সবচেয়ে জনপ্রিয় শহরটি বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর তালিকার  প্রথম অবস্থানে রয়েছে। স্টাচু অফ লিবার্টি, এম্পায়ারস স্টেট বিল্ডিং, সেন্ট প্যাট্রিক এর গির্জা সহ আরো অনেক নান্দনিক শহর নিউইয়র্ক। তবে নান্দনিক স্থাপনা ছাড়া ও বিশ্বের সবচেয়ে বড় দুটি স্টক স্টেঞ্জ।  স্টক স্টেঞ্জ ২টির নাম হলো নিউইয়র্ক স্টেঞ্জ   ও ন্যাশনাল অ্যাসোসিয়েটস অব সিকিউরিটি  ডিলার অটোমেটিক  কোটেশন সিস্টেম। যাকে সংক্ষেপে NACDAC  বলা হয়। শহরটিতে ব্রঞ্চ, গ্রুকলিন, ম্যানহেটেন, কুইন্স ও স্টেটন আইল্যান্ড এর মতো  নামিদামি পাঁচটি প্রদেশের অবস্থান। এখানে ফিফথ অ্যাভিনিউ এর মতো এলাকা রয়েছে। যেখানে অনেক নামিদামি ব্যান্ডের দোকান রয়েছে। আর এলাকাটিতে অ্যাপার্টমেন্টের দাম প্রতি বর্গ কিলোমিটার ২৮ লাখ ডলারের মতো। নিউইয়র্কের মিলিনিয়ার অর্থাৎ ১০ লাখ ডটারের মালিক রয়েছে ৩ লাখ ৪০ হাজার জন। ১০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক আতা সেন্টি মিলিনিয়ার রয়েছে ৭২৪ জন। আর শত কোটি ডলারের বেশি সম্পদের  মালিক অর্থাৎ বিলিনিয়ার রয়েছে ৫৮ জন।গত ১০ বছরে প্রায় ৪০ শতাংশ মিলিনিয়ার বেড়েছে শহরটিতে।

শীর্ষ ধনী শহরে তালিকায় দ্বিতীয় অবস্থায় রয়েছে জাপানের টোকিও শহর। জাপানের রাজধানী টোকিও। ঝলমলে আলোক বাতি আর সাথে সুস্বাদু খাবারের শহরটিতে রয়েছে নানা নান্দনিক পর্যটন কেন্দ্র। মাউন্ট ফুজি, শিরাকাওয়াগো,ডোটনবরি, টোকিও টাওয়ার সি, টোকিও স্কাই সি ইত্যাদির।  সুন্দর এই শহরে ২ লাখ  ৯০ হাজার ৩০০ জন মিলিনিয়ার, ২৫০  জন সেন্টি মিলিনিয়ার  আর ১৪ জন বিলিনিয়ার বসবাস করে। দেশটিতে বিলিনিয়ারের সংখ্যা কম হলেও দেশটির অর্থ মধ্যবিত্ত মিলিয়নের হাতে রয়েছে। সনি,হোন্ডা, ইত্যাদির মতো বিশ্ব বিখ্যাত ব্যান্ডের শহর এটি। যদিও দেশটিতে মিলিনিয়ারের সংখ্যা গত ১০ বছরে ৫ শতাংশ কমেছে তবুও দেশটিতে ২১ শতাংশ  মিলিনিয়ার টোকিওতে অবস্থান করে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপসাগর এলাকা। উপসাগর এলাকার ভিতরে সেন্ট সেন্সিসকো, ও সিলিকন ভ্যালির মত দামী শহরের অবস্থান। এ শহরে দুই লাখ ৮৫ হাজার মিলিনিয়ার, ৬২৯ জন সেন্টি মিলিনিয়ার ও ৬৩ জন বিলিনিয়ার রয়েছে। মিলিনিয়ারের সংখ্যা গত দশ বছরে প্রায় ৬৮ শতাংশ বেড়েছে। ক্যালিফোর্নিয়ার স্যান্ডহোস এর একজন বাড়ি মালিক ৩৭২ জন ভাড়াটিয়া থেকে জন প্রতি ৩০ মিলিয়ন ডলার আয় করে থাকে। আর সানফান্সিসকোতে ভাড়াটিয়ার সংখ্যা ৫০৫ জন অর্থাৎ বাড়িওয়ালা বছরে প্রায় ১৮১ বিলিয়ন ডলার অর্থ আয় করে থাকে। আর একজন বাড়িয়ালা বছরে ১৩৩ বিলিয়ন আয় করে থাকে।

 

লন্ডন, দ্য সিটি অব ড্রিমস। তালিকা চতুর্থ অবস্থানে রয়েছে। গেল ২০ বছরের লন্ডনের অর্থনৈতিক অবস্থা বেশ অবনতি হয়েছে। কিন্তু তারপরও শহরটি এই তালিকার শীর্ষ পাঁচে অবস্থান করে নিয়েছে। রাজা রানীর দেশটি প্রাচ্য ও আধুনিকতায়  ঘেরা। শহরটিতে এখনো অনেক নান্দনিক আবাসিক এলাকা রয়েছে। যেমন: বাকিংহাম প্রাসাদলন্ডনের টাওয়ার, বিগ বেন এবং সংসদজাতীয় গ্যালারি, সেন্ট পলস, ক্যাথেড্রাল,পিকাডিলি সার্কাস এবং ট্রাফালগার স্কোয়ার  ইত্যাদি। শহরটিতে ২ লাখ ৫৮ হাজার মিলিনিয়ার, ৩৮৪ জন সেন্টি মিলিনিয়াম ও ৩৬ জন বিলিনিয়ার রয়েছে।

আয়তনের দিক থেকে ছোটখাটো সিঙ্গাপুর। কিন্তু তারপরও ব্যবসায়ীদের অভিবাসনের জন্য  প্রথম পছন্দ এই দ্বীপটি। গেল বছর দেশটিতে পারি জমিয়েছে প্রায় ২৮০০ ব্যবসায়ী।  দেশটিতে প্রাকৃতিক  সম্পদের পরিমাণ নেই বললেই চলে। সিঙ্গাপুরকে মুক্তবাজার সাফল্যের উদাহরণ হিসেবে দেখে। সীমিত কর, মুদ্রায় স্বল্প বিধি নিষেধ ও উদার অভিবাসন নীতি দ্বীপটিকে অর্থনৈতিকভাবে সফল হতে সাহায্য করেছে। আর এই কারণে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এই শহর। শহরটিতে মিলিনিয়ারদের সংখ্যা  ২ লাখ ৪০ হাজার জন। আর সেন্টি মিলিনিয়ারদের সংখ্যা ৩২৯ জন। ছোট শহরটিতে ২৭ জন বিলিনিয়ার রয়েছে। 

করোনাইউক্রেন-রাশিয়া যুদ্ধভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে সব দেশ যখন অর্থনৈতিক মহান্দায় ভুগছে এই সময় এই তালিকা প্রকাশ করে বিশ্ব অর্থনীতি কিছুটা ইতিবাচক দিক তুলে ধরতে চেয়েছে অভিবাসন বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান "হেন্ডি এন্ড পার্টনার'"শহরগুলো সৌন্দর্যের পাশাপাশি সু-পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার বিশ্বের অন্যান্য শহরগুলোকে এই শহরগুলোকে আলাদা করেছে।

No comments

Powered by Blogger.