Adsterra

বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

 

বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

 উৎসবের মেলাযেন বসছে এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০২৩ বিশ্বকাপের প্রথম ফাইনাল ম্যাচ, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচএই তিনটি ম্যাচ তো রয়েছেই। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও হবে আহমেদাবাদে। 


 ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। বিশ্বকাপের অধিনায়কদের নিয়েক্যাপ্টেইনস ডে’-এর আয়োজন করবে আইসিসি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসএই ১০ দলের অধিনায়কেরা সেদিন সন্ধ্যায় ফটোসেশন করবেন। সংক্ষিপ্ত বক্তব্যও দেবেন তাঁরা। অনুষ্ঠানে থাকছেন আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা থাকছেন এই অনুষ্ঠানে। অধিনায়কেরা অক্টোবর সকালের মধ্যে আহমেদাবাদে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। 


আহমেদাবাদে এবারের বিশ্বকাপে হবে ম্যাচ। অক্টোবর হবে প্রথম ম্যাচ এবং ১৯ নভেম্বর হবে ফাইনাল। তার আগে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর। নভেম্বর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং ১০ নভেম্বর হবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ। তবে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ এই স্টেডিয়ামে হবে না।

No comments

Powered by Blogger.