যেভাবে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়েছিল
১৮১৫ সালের ১৮ই জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে ফ্রান্স এবং ইউরোপীয় শক্তির মধ্যে বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধ সংঘটিত হয়েছিলো। এই যুদ্ধে ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন নেপোলিয়ান বোনাপোর্ট এবং ইরোপীয় শক্তির পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ-প্রুশিয়ান সেনাপতি আর্থার ওয়েলিসলি যাকে ডিউক অব ওয়েলিংটন উপাধি দেয়া হয়েছিলো এবং তার নেতৃত্বে সহকারী হিসেবে ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর প্রধান গাবার্ড ভন ব্লুচার।
১৮০৪ সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন। সম্রাট হবার পর নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ দখল করেন। ১৮১৪ সালে নেপোলিয়ানের সাথে ইউরোপীয় শক্তির প্রথম যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। যুদ্ধে পরাজিত হবার পর তাঁকে সেন্ট এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। এরপর সেখান থেকে পালিয়ে এসে নেপোলিয়ান আবার ফরাসী বাহিনী গঠন করেন এবং ১৮১৫ সালের ১৮ই জুন ৭২ হাজার সৈন্য নিয়ে ওয়াটার লু’তে আবারও ইরোপরীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধের আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় যুদ্ধের দিন মাটি শুষ্ক হবার জন্য নেপোলিয়ান অপেক্ষা করতে থাকেন। এদিকে তার সৈন্যরা তার প্রতি কোনোরকম ভরসা পাচ্ছিলোনা তাই ৩০ হাজার সৈন্য নেপোলিয়ানের দল ছেড়ে ব্রিটিশ-প্রুশিয়ান সেনাবাহিনীর সাথে যোগ দেয়। নেপোলিয়ান চেয়েছিলেন কামান-ট্যাংক নিয়ে আর্থার বাহিনীর সাথে যুদ্ধ করতে। শুরুতে প্রায় কোনঠাসাও করে ফেলেছিলেন কিন্তু ৩০ হাজার সৈন্য চলে যাবার পর আর্থারের পরিকল্পিত আক্রমণে নেপোলিয়ানের আরও ৩০ হাজারের মতো সৈন্য আহত হয়ে পড়ে। এতে নেপোলিয়ান বুঝতে পারেন তার পরাজয় প্রায় নিশ্চিত। তিনি তখন জঙ্গলের পিছনের সরু রাস্তা দিয়ে জাহাজে করে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন এবং তখনই তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে ব্রিটিশ নৌবাহিনী। তারা তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠায় এবং সেখানেই ১৮২১ সালে মৃত্যুবরণ করেন নেপোলিয়ান।
No comments