১৭ বছর পর ফের ঢাকা নারিতা ফ্লাইট চালু
১৭ বছর বিরতির পর ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জাপানের (ঢাকা-নারিতা) ফ্লাইট। গতকাল শুক্রবার রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম দেশ রূপান্তরকে বলেন, নারিতা ফ্লাইট শুধু বিমানের যোগাযোগের সম্পর্কই নয়, অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান, পড়ালেখা ও সংস্কৃতি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানায়, সপ্তাহে তিন দিন সরাসরি ঢাকা-নারিতা ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় গতকাল রাত ১১টা ৪৫ মিনিটে। ফ্লাইটটির ৬ ঘণ্টা ১৫ মিনিটে নারিতায় পৌঁছানোর কথা। আবার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-৩৭৭ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় আজ শনিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হবে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৭০ হাজার ৮২৮ এবং রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা থেকে। তবে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্য হ্রাস সুবিধা ভোগ করবেন যাত্রীরা। ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীরাও বিশেষ মূল্যের টিকিট কিনতে পারবেন। এর আগে ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট চলাচল করলেও ২০০৬ সালে রুটটি বন্ধ হয়ে যায়। রুটটি ফের চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দুই দেশের মানুষের সম্পর্ককেও নিবিড় করবে।
বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের সঙ্গে ৫২ বছরের সম্পর্ক জাপানের। তারা পরীক্ষিত বন্ধু, একসময়ের উন্নয়ন সহযোগী এখনকার কৌশলগত অংশীদার। দুই দেশই যতটা সম্ভব যোগাযোগ সহজ করতে চায়। বাংলাদেশে কাজ করছে ৩৫০ জাপানি প্রতিষ্ঠান। আবার জাপানে পড়াশোনা করছে বাংলাদেশ, নেপাল ও ভুটানের হাজার হাজার শিক্ষার্থী। তাই ফ্লাইট চালুর এমন উদ্যোগ আরও সম্ভাবনাময় হয়ে উঠছে। ফ্লাইটটি চালুর খবরে উচ্ছ্বসিত জাপানিরাও। রুটটি বন্ধ হওয়ার পর ব্যাংকক হয়ে যাত্রীদের বাংলাদেশে আসতে হচ্ছিল। কার্গো সুবিধায় ব্যবসা-বাণিজ্যের সুযোগ নিতে পারবেন আমদানি ও রপ্তানিকারকরা। এ ছাড়া নিজ নিজ দেশের নিজস্ব সংস্কৃতির খাবার ও পানীয় গ্রহণের নিশ্চয়তা থাকবে এ বিমানসেবায়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফিতা কেটে ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন। তিনি জানান, জাপানের পাশাপাশি শিগগিরই ঢাকা থেকে চেন্নাই, গুয়াংঝু ও মালে রুটে ফ্লাইট চালু করবে বিমান।
No comments