স্তন ক্যানসারের ঝুঁকির যত কারণ
অক্টোবর স্তন ক্যানসার সচেতনতার মাস। সচেতন থেকে ক্যানসারের ঝুঁকি মোকাবিলা করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই জানা যায় না ঠিক কী কারণে ক্যানসার হয়। জিন মিউটেশন মা-বাবা থেকে সন্তানের শরীরে স্থানান্তরিত হতে পারে। বায়োলজিক্যালি ক্যানসারের জন্য কোষের ক্ষতিগ্রস্ত ডিএনএকে দায়ী করা হয়। ডিএনএর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ জেনেটিক বা পরিবেশগত উভয়ই হতে পারে। স্তন ক্যানসারের ঝুঁকি অপরিহারযোগ্য ও পরিহারযোগ্য।
অপরিহারযোগ্য ঝুঁকি
লিঙ্গ : স্তন ক্যানসার নারী-পুরুষ উভয়ের হতে পারে। তবে পুরুষদের তুলনায় নারীদের প্রায় ১০০ গুণ বেশি হয় এ ক্যানসার।
বয়স : স্তন ক্যানসারে আক্রান্তের হার ৪০ বছর বয়সের পরে বৃদ্ধি পায়। ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে সর্বোচ্চ। গবেষণায় দেখা গেছে, আক্রমণাত্মক স্তন ক্যানসারে আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের বয়স ৫৫ বছর বেশি।
পারিবারিক ও জেনেটিক : পরিবারের কারও স্তন বা ডিম্বাশয়ের ক্যানসারের ইতিহাস থাকলে অন্যদের ঝুঁকি বাড়ে। ৪০ বছরের কম বয়সীর নিকটাত্মীয়ের স্তন ক্যানসার থাকলে ঝুঁকি আরও বাড়ে।
স্বাস্থ্য : যদি এক স্তন ক্যানসার ধরা পড়ে, তাহলে ভবিষ্যতে অন্য স্তনে ক্যানসার ধরা পড়ার ঝুঁকি থাকে।
ঋতুস্রাব ও সন্তান জন্মদান : ১২ বছরের আগে ঋতুস্রাব শুরু এবং মেনোপজ ৫৫ বছরের পরে হলে অধিক বয়সে সন্তান জন্ম বা সন্তান না হওয়ার কারণে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
ঘন স্তন টিস্যু : স্তন টিস্যু ঘন হলে স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
জেনেটিক পলিমরফিজম : কিছু জিনের জেনেটিক পলিমরফিজমের কারণে ঝুঁকি কম-বেশি হয়।
পরিহারযোগ্য ঝুঁকি
শারীরিক ক্রিয়াকলাপ : কম শারীরিক পরিশ্রম ও অলস জীবনযাপন স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
অতিরিক্ত ওজন : অতিরিক্ত ওজন স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। মেনোপজের পরবর্তী সময়ে ঝুঁকি আরও বাড়ে।
খাদ্যাভ্যাস : খাবারে চর্বি ও প্রাণিজ আমিষের পরিমাণ বেশি থাকলে এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খেলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
অ্যালকোহল : যত বেশি অ্যালকোহল পান করা হয়, স্তন ক্যানসারের ঝুঁকি তত বাড়ে।
সন্তান গ্রহণ ও স্তন্যপান : যারা দেরিতে সন্তান নেয় বা যাদের সন্তান হয় না, সন্তান বুকের দুধ খায় না, তাদের স্তন ক্যানসারের ঝুঁকি থাকে।
রেডিয়েশন থেরাপি : ৩০ বছরের আগে বুকে রেডিয়েশন থেরাপি নিলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
জন্মনিয়ন্ত্রণ বড়ি : দীর্ঘদিন বড়ি খেলে বা হরমোন ইনজেকশন নিলে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে।
যৌথ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি : মেনোপজের জন্য নির্ধারিত যৌথ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে স্তন ক্যানসারের ঝুঁকি থাকে।
ডা. মো. সেতাবুর রহমান, কনসালট্যান্ট, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ব্রেস্ট, খাদ্যনালি ও কোলোরেক্টাল সার্জন,অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সার্জিক্যাল অনকোলজি বিভাগ,জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল।
No comments