শেখ হাসিনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত - এর থেকে বড় প্রাপ্তি কিছুই হতে পারে না
সিনেজগতে অভিনেত্রী নুসরাত ফারিয়ার যাত্রা শুরুর প্রায় এক দশক হতে চলেছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার দিয়েছেন দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী। তবে এপার বাংলার পর্দায় তার উপস্থিতি কম নিয়ে কথা উঠলে সেসবে পাত্তা দেন না নুসরাত। অভিনেত্রী মনে করেন, সিনেমায় এপার বাংলা-ওপার বাংলা বলে কিছু নেই, কাজই আসল কথা। সেই লক্ষ্য সামনে রেখেই ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন এই নায়িকা। বতর্মানে ব্যস্ত সময় পার করছেন বলে কালবেলা জানিয়েছেন নুসরাত। কারণ আগামী ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা; যেটিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কালবেলাকে জানিয়েছেন নুসরাত ফারিয়া।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার শোতে প্রথমবারের মতো সবার সঙ্গে বসে নিজের অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখেন তিনি। এ নিয়ে অভিনেত্রী বলেন, সিনেমাটি শেষে সবার চোখে পানি ছিল; তখন মনে হয়েছে এটি দেশের জন্য অনেক বড় অর্জন। সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে। যেটি গৌরবের, কারণ যেটি অনেকের কাছেই অজানা সেটি এই সিনেমার মাধ্যমে জানতে পেরেছেন।
এমন একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন তিনি। বলেন, ‘২০১৯ সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রের জন্য ফোন আসে, তখনই মনে হয়েছে এর থেকে বড় প্রাপ্তি আমার ক্যারিয়ারে কিছুই হতে পারে না। পর্দায় যখন উপস্থাপন করেছি, সেটা যখন দেখেছি তখন আমার মনে হয়েছে এই সিনেমার অংশ হতে পারাটাই অনেকে বড় অ্যাসিভমেন্টের ব্যাপার।’ সিনেমাটিতে বাংলাদেশের অনেক বাঘা-বাঘা অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যারা এটার অংশ হয়েছেন এবং সবার কারণে এই সিনেমাটি এতো সুন্দর লাগছে, বলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
অভিনেত্রী জানান, বর্তমানে কাজের ব্যস্ততা বেড়েছে। এর মধ্যে সিনেমা, বিভিন্ন ব্যান্ডের প্রমোশন, শোর কাজ করতে হচ্ছে তাকে। তিনি বলেন, এ বছরটা তার জন্য অনেক বেশি ‘লাকি’। কারণ চলতি মাসেই তার সিনেমা মুক্তি পাচ্ছে। আরও কিছু কাজ রয়েছে তার। এর মধ্যে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশের জন্য সম্পদ হয়ে থাকবে বলে মনে করেন অভিনেত্রী।
বাংলাদেশের সিনেমায় নুসরাত ফারিয়াকে কম দেখা যায়-এমন কথাও উঠেছে এর আগে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার কাছে মনে হয় সিনেমায় এপার বাংলা-ওপার বাংলা বলে কিছু নেই। অনেকে ওপার বাংলায় গিয়ে কাজ করছেন আবার অনেকে এখানে এসে কাজ করছেন। তাই কাজটাই হচ্ছে কথা, আমি কাজ করতে চাই, কাজ নিয়ে থাকতে চাই।’
বর্তমানে কাজের ফিরিস্তি তুলে ধরেন অভিনেত্রী। জানান, চলতি মাসে কলকাতার সম্রাটের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এরপর নভেম্বর ও ডিডেম্বরে বাংলাদেশে আরেকেটি সিনেমার অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের পরিচালকরা নুসরাত ফরিয়াকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না- কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা ছড়ায়। এ বিষয়ে জানতে চাইলে ফারিয়া বলেন, সাক্ষাৎকারে তিনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে বিষয়টি আনা হয়নি। তার বক্তব্য, তাকে নিয়ে যেসব পরিচালক ভাবেন তাদের সঙ্গে কাজ হয়, যারা ভাবেন না তাদের সঙ্গে কাজটা হয় না, ব্যস এটাই।
ওটিটি নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানালেন এই অভিনেত্রী। বলেন, ‘ওয়েবফিল্ম করেছি, ওয়েব সিরিজ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ভালো কাজ আসলে অবশ্যই করব।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি কাজ করতে ভালোবাসি, আমার কাছে যে কাজই আসে পছন্দ হলে করি। তবে এখন আমার বেছে বেছে কাজ করার সময় নয়, এখন আমাকে অনেক কাজ করতে হবে।’
বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে নুসরাত বলেন, ‘আপাতত কোনো পরিকল্পনা নেই। সিঙ্গেলই ভালো আছি।’
No comments