জাতীয় নাট্যোৎসবের হিরন কিরণ থিয়েটারের নাটক 'অবচিত'
মুন্সীগঞ্জে অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে চারদিনব্যাপী জাতীয় নাট্যোৎসবের সমাপনীতে মঞ্চস্থ হয় হিরন কিরণ থিয়েটারের নাটক 'অবচিত'।
মুন্সীগঞ্জে অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে চারদিনব্যাপী জাতীয় নাট্যোৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিরন কিরণ থিয়েটারের 'অবচিত' নাটকটি মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে নাট্যোৎসবের সমাপনী হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অপূর্ব সূচনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, দৈনিক সভ্যতার আলোর নাসির উদ্দিন উজ্জ্বল, নাট্য অভিনেতা রফিক উল্লাহ সেলিম, প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, এ্যাডভোকেট হালিম সরকার, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম প্রমুখ। নাটকটি রচনা করেন দর্শকনন্দিত নাট্যকার, পরিচালক জাহাঙ্গীর আলম ঢালী এবং নির্দেশনা দেন আরেক গুণী নির্দেশক মোঃ শামীম শেখ।
No comments