Adsterra

ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ায় সুপারমডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের

ফিলিস্তিনিদের সমর্থন দেওয়ায় সুপারমডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের, ঢাকা ভয়েজ,  dhaka voice;


ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করায় সুপারমডেল জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, কী কারণে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, সে বিষয়টি দেখেও না দেখার ভান করছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই মডেল জিজি হাদিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি ফিলিস্তিনিদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন। এর পরপরই স্টেট অব ইসরায়েল নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে ওই হুমকি দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


জিজি হাদিদ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তাঁর বাবা ফিলিস্তিনি। ২৮ বছর বয়সী এই তারকা মডেল তাঁর ইনস্টা অ্যাকাউন্টের স্টোরিতে লেখেন, ‘ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করছে, সেগুলো কোনোভাবেই ইহুদি ধর্মের সঙ্গে যায় না।’ তিনি আরও লেখেন, ‘ইসরায়েল সরকারের বিরোধিতা কোনোভাবেই ইহুদিবিদ্বেষ নয় আর ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া মানে হামাসকে সমর্থন দেওয়া নয়।’


হাদিদের এমন পোস্টের প্রতিক্রিয়ায় স্টেট অব ইসরায়েল পেইজ থেকে জিজি হাদিদের স্টোরির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘হামাস ইসরায়েলে যে গণহত্যা চালিয়েছে, তাতেও বীরত্বের কিছু নেই।’ ওই পোস্টে হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে আইএসআইএস হিসেবে আখ্যা দিয়ে আরও বলা হয়, ‘হামাস যা (আইএসআইএস), তার নিন্দা করাও ফিলিস্তিনবিরোধী এবং বর্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়াই প্রকৃত সঠিক কাজ।’


ইসরায়েলি ওই অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে উদ্দেশ্য করে আরও বলা হয়, ‘আপনার নীরবতাই আপনার অবস্থান কী, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়। আমরা আপনাকে দেখে নেব।’


এর আগে গত বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে জিজি হাদিদ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ইহুদির ক্ষতি কাম্য নয়। তিনি আরও বলেন, ইসরায়েলে গিয়ে সাধারণ নিরীহ লোকদের ভয় দেখানো, তাদের ওপর সন্ত্রাসবাদ চালানো কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন আন্দোলনকে এগিয়ে নেবে না।


No comments

Powered by Blogger.