Adsterra

তবে কি বিয়ে করলেন উরফি জাভেদ

 তবে কি বিয়ে করলেন উরফি জাভেদ . ঢাকা ভয়েজ, dhaka voice,;


উরফি জাভেদ বিয়ের পিঁড়িতে বসেছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ঘিরে গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, এক যুবক আংটিজাতীয় কিছু উরফিকে উপহার দিচ্ছেন। যেমনটা সাধারণত বাগদানে দেওয়া হয়ে থাকে। থেকে মনে হচ্ছে, ঘরোয়াভাবেই বাগদান সেরে ফেলেছেন উরফি। তবে তার সঙ্গে ছবিতে থাকা যুবকের মুখ কায়দা করে ঢেকে দেওয়া হয়েছে। এতে তার পরিচয় জানতে দর্শকদের উৎসাহ আরও বেড়েছে। 

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, কালো সালোয়ার কামিজ পরে, ওড়না মাথায় ঘোমটার মতো করে দিয়ে পূজার আগুনের কাছে বসে রয়েছেন উরফি জাভেদ। তার পাশে সেই যুবক। ওই যুবক উরফির হাতে একটি লাল বাক্স দিচ্ছেন। গহনার উপহারের বাক্স যেমনটা হয় ঠিক তেমনই। যার মুখ ছবিতে কায়দা করে ঢেকে দিয়েছেন উরফি।

 

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে তিনি ডিভা বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে। উরফি ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত।

এদিকে বিয়ের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন ভক্তদের একটি অংশ। তারা বলছেন, ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে আসছেন উরফি। খোলামেলা পোশাক পরে, বেফাঁস মন্তব্য করে ভাইরাল হওয়ার পাশাপাশি বেশ সমালোচিতও হয়েছেন। এবারও হয়তো কেবল ভাইরাল হওয়ার জন্য এসব নাটক করছেন তিনি। উরফির নীরবতা মতকে আরও শক্তিশালী করছে।

তবে এর আগে রাখি সাওয়ান্তও প্রথম বিয়ের সময় এভাবেই বরের মুখ না দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। তখনো রাখির বর কে তা জানতে কৌতূহলী হয়ে পড়েছিলেন ভক্তরা। উরফিও তেমন কিছু করছেন কি না তাও প্রশ্ন রাখছেন কেউ কেউ।

No comments

Powered by Blogger.