Adsterra

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা রুখে দিল সহপাঠীরা

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা রুখে দিল সহপাঠীরা

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা রুখে দিল সহপাঠীরা । শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তিনজনকে ধরে গণপিটুনি দিয়েছে ।

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। সহপাঠীদের সাহসীকতায় রক্ষা পেয়েছেন ওই ছাত্রী। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসযোগে এসে কোমরপুর স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন সহপাঠীরা মাইক্রোবাসটিকে আটকানোর চেষ্টা করে, এরপর শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রাও যোগ দেয়। একপার্যায়ে তারা মাইক্রোবাসটি আটকে তিনজনকে ধরে ফেলে। এ সময় মাইক্রোবাসে থাকা বাকিরা পালিয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও স্থানীয়রা পরে মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


ওসি এম এ জলিল বলেন, “একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। স্থানীয় ও সহপাঠীরা তিনজনকে আটক করে গণপিটুনির দিয়েছে, তবে মূল পরিকল্পনাকারী পালিয়ে গেছে।

গণপিটুনির শিকার একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজন থানা হেফাজতে রয়েছেন। পুরো ঘটনার বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।


No comments

Powered by Blogger.