Adsterra

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে তৈরি হবে মিউজিয়াম, আসবে অপ্রকাশিত গান

 

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে তৈরি হবে মিউজিয়াম, আসবে অপ্রকাশিত গান, ঢাকা ভয়েজ,  dhaka voice;

গিটারের জাদুকর এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল আইয়ুব বাচ্চু নেই।


দিনটি তাঁর ভক্তদের জন্য বিষাদের হলেও তাঁর পরিবার থেকে পাওয়া গেল সুখবর। তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। বিগত পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি–শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ।

‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর এশিয়াটিক থ্রি সিক্সটির কার্যালয়ে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল এশিয়াটিক থ্রি সিক্সটির কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের কো-চেয়ারপারসন সারা যাকের, এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আক্তার।


এশিয়াটিক থ্রি সিক্সটি বলছে, মিউজিয়ামে মূলত আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটারগুলো থাকবে। তাঁর ব্যবহৃত টি–শার্ট, হ্যাট, ক্যাপ, রোদ চশমাসহ বহু কিছু থাকবে। পাশাপাশি ভার্চ্যুয়াল রিয়েলিটিতে তাঁর কনসার্ট সরাসরি উপভোগের অনুভূতি নিতে পারবেন দর্শনার্থীরা। এতে এবি কিচেনের আদলে একটি স্টুডিও থাকবে, যেখানে শিল্পীরা গান রেকর্ড করতে পারবেন।


এশিয়াটিক থ্রি সিক্সটির কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

এশিয়াটিক থ্রি সিক্সটির কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বছর দু-একের মধ্যেই মিউজিয়ামটি নির্মাণের কাজে হাত দেবে এশিয়াটিক থ্রি সিক্সটি। মিউজিয়ামের ওয়েবসাইটও থাকবে। দেশের বাইরে থেকে ডিজিটালি মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন বাচ্চুর অনুরাগীরা।


জাদুঘরের পাশাপাশি আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে শিগগিরই ঢাকায় ও চট্টগ্রামে দুটি কনসার্ট আয়োজন করা হবে। আইয়ুব বাচ্চুর কিছু অপ্রকাশিত গান প্রকাশ করা হবে।


সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের কো-চেয়ারপারসন সারা যাকের; এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আক্তার।


আইয়ুব বাচ্চুর স্মরণে অ্যাওয়ার্ডের ঘোষণাআইয়ুব বাচ্চুর স্মরণে অ্যাওয়ার্ডের ঘোষণা

২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান আইয়ুব বাচ্চু। মৃত্যুর পর থেকেই তাঁর গান নিয়ে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তবে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গত বছর আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে। ফাউন্ডেশনের উদ্যোগে আইয়ুব বাচ্চুর গানের কপিরাইট করা হয়েছে।


পঞ্চম মৃত্যুবার্ষিকীর দিনে ভক্ত-অনুরাগীরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। বুধবার (১৮ অক্টোবর) আইয়ুব বাচ্চুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এটি। এর আয়োজন করছে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব। এতে সংগীতসমাজের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। এ ছাড়া চট্টগ্রামে তাঁকে নিয়ে স্মরণসভা রয়েছে।


No comments

Powered by Blogger.