বিশ্ব প্রেমিক- যে সিনেমা সময়ের চেয়ে এগিয়ে
শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’ সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছেন রুবেল, মৌসুমি, সোহেল রানা এবং হুমায়ূন ফরিদী। এই ছবিতে হুমায়ূন ফরিদী অনবদ্য অভিনয় করেন। অনেকের মতে এটা তার ক্যারিয়ারের সেরা অভিনয়।
কলেজের
বড় ভাই রোমিও ফেল করে আদু ভাই বনে গেলেও সে কলেজের ত্রাস
হিসেবেই পরিচিত। রোমিওর মানসিকভাবে অসুস্থ। সে গলায় তিল
থাকা মেয়েদের বুঝিয়ে শুনিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং তাদের হত্যা করে গলার তিল কেটে কেটে মালা বানায়। কলেজের সুদর্শন ছেলে ফারুকের প্রতি দিওয়ানা কলেজের প্রায় সব মেয়ে। কলেজে
শিখা নামের এক মেয়ের আগমন
ঘটে। ফারুক শিখাকে পছন্দ করে ওদিকে কলেজের বড় ভাই রোমিও
বিষয়টি বুঝতে পারে। কালে কালে বেলা বয়ে গেছে ভেবে সে সেই সুযোগ
কাজে লাগিয়ে শিখাদের বাড়িতে নিজেই পাত্র হিসেবে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু শিখার বাবা বিষয়টি মেনে নিতে পারেনা। এদিকে ফারুক এবং শিখার প্রেম জমে ক্ষীর। তারা নিজেরা পালিয়ে বিয়ে করে কিন্তু শিখার বাবা বিষয়টি মেনে নিতে পারেনা কারণ ফারুক একজন ক্যান্সার আক্রান্ত রোগী। অপরদিকে বড় ভাই রোমিও
বিষয়টি জানতে পেরে মনে মনে খুশি হয় এবং অপেক্ষা
করতে থাকে ফারুকের মৃত্যুর জন্য। এদিকে রোমিও তার মায়ের গলায় তিল থাকায় তার উপর প্রতিনিয়ত অত্যাচার করতে থাকে। আসলে রোমিওর মা তার বাবা
অসুস্থ অবস্থায় পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি মেনে নিতে না পেরে রোমিও
গলায় তিল থাকা সকল নারীকেই খুন করে তিল সংগ্রহ করে মালা বানায়। ফারুক যখন মৃত্যুশয্যায় তখন অনেকদিনের আকাঙ্ক্ষা পূরণের জন্য রোমিও শিখাকে জোরপূর্বক ধরে নিয়ে এসে বিয়ে করতে চায়। এমন সময় অপারেশন থিয়েটার থেকে কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠে ফারুক এবং সে জানতে পারে
রোমিও শিখাকে আটক করে রেখেছে। এমন অবস্থায় শিখাকে উদ্ধার করে ফারুক এবং শিখার প্রেম পরিণতি কি হয় তা
জানতে হলে অবশ্যই বিশ্বপ্রেমিক সিনেমাটি দেখতে হবে।
শহীদুল্ল
ইসলাম খোকন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল পরিচালক। তিনি এই সিনেমাটিতে অভিনয়ের
জন্য প্রথমে সালমান শাহ এবং পরে ওমর সানির কাছে প্রস্তাব দেওয়া হয় কিন্তু তারা
দুজনেই স্ক্রিপ্ট পড়ে না করে দেন
এবং সালমান শাহের তখন ব্যস্ততম সময় যাচ্ছিলো কাজেই তার শিডিউল পাওয়াটাও ঈদের চাঁদের মতো বিষয় ছিলো। রুবেল তখন বাংলা সিনেমায় মার্শাল আর্টকে প্রমোট করছিলেন। সেই সময় তার কম্ফোর্ট জোন থেকে বের হয়ে এমন চকলেট বয় চরিত্রে অভিনয়
করাটা তার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিলো কিন্তু সে বছর সিনেমাটি
ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে এই সিনেমার গান
‘পাগল করেছে আমায় জাদু করেছে’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
No comments