Adsterra

সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে পরী

ঢাকা ভয়েজ,  dhaka voice; অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে পরী


ছুটি কাটিয়ে কাজে ফিরছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি। সিনেমার সঙ্গে কাজ করছেন ওয়েব দুনিয়াতেও। ১ অক্টোবর পরী চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে।

সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী। এছাড়াও আছেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশ, ফজলুল হক বাবুসহ অনেকেই। চলতি মাসের শেষে সিরিজটির শুট শুরু হবে। 

ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে পরী ক্যাপশন জুড়েছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’  

জানা গেছে, ভালবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।

কয়েকদিন আগে অবমুক্ত হয়েছে পরীমণির ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম। এতে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে। তিন দিনের মধ্যে এটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে দেওয়া হয় উকিল নোটিশও।


No comments

Powered by Blogger.