Adsterra

যে দিনের কথা এখনো ভোলেননি রণবীর কাপুর

যে দিনের কথা এখনো ভোলেননি রণবীর কাপুর, ঢাকা ভয়েজ,  dhaka voice;


রণবীর কাপুর নিজের মর্জির মালিক। বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। সিনেমা বিশেষজ্ঞরা বলেন, যেকোনো বায়োপিকের জন্য রণবীর নাকি মানানসই। খুব সহজে অন্যের চলন, বাচনভঙ্গি রপ্ত করে নিতে পারেন। তবে রণবীরের নকল করার স্বভাব নাকি খুব ছোট থেকেই। একবার স্কুলে থাকাকালে খুব মার খান ঋষিপুত্র। কী কারণ, নিজেই জানালেন রণবীর।


এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘খুব ছোটবেলা থেকেই খুব ভালো নকল করতে পারি। ছোটবেলা থেকেই করেছি। তবে ধরা পড়িনি কখনো। কিন্তু ক্লাস সেভেন কিংবা এইটে পড়াকালে একবার হামাগুড়ি দিয়ে ক্লাসের বাইরে বেরোচ্ছিলাম। সেই সময়ই প্রিন্সিপালের সামনে পড়ে যাই। তিনি আমার সামনেই দাঁড়িয়ে ছিলেন। এবং জীবনের সবচেয়ে মনে রাখার মতো পিটুনি খেয়েছিলাম সেই দিনই। এমন মার খেয়েছিলাম যে, সেই মারের আওয়াজ এখনো আমার কানে বাজে।’


ছোটবেলা থেকেই দুষ্টু তিনি। স্ত্রী আলিয়ার সঙ্গেও বিভিন্ন সময় খুনসুটি করতে দেখা যায় রণবীরকে। সেই কারণে মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্যেও জড়িয়ে পড়েন তিনি। তবু তাতে পরোয়া নেই নায়কের। সামনেই তার ছবি ‘অ্যানিমাল’-এর মুক্তি। হিংসাপ্রধান এই ছবিতে রণবীরের লুক দেখেই স্তব্ধ নেটাগরিকরা। এমন চেহারায় এর আগে কখনো দেখা মেলেনি রণবীরের।


No comments

Powered by Blogger.