Adsterra

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

 

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, ঢাকা ভয়েজ, dhaka voice,;

খাবার হোটেলে খেতে গিয়ে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপপক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ( অক্টোবর) বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বিজয় সিক্সটি নাইন। জানা গেছে, বিজয় পক্ষের একাংশের কর্মীরা শাখা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের অনুসারী। সিক্সটি নাইন পক্ষের কর্মীরা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সাঈদের অনুসারী।

বিজয়ের অনুসারী সিয়াম বলেন, আমাদের এক কর্মী নজরুল ভাইয়ের দোকানে খেতে আসলে আজমির নামের তাদের এক কর্মী ডাল ফেলে দেয়। নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। আমরা ঘটনা সমাধানের চেষ্টা করছি। সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ বলেন, নজরুল ভাইয়ের হোটেলে খেতে গিয়ে আমাদের একজনের সাথে বেয়াদবি করে। এরই প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করছি।

বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামিয়েছে। এখন পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

 

No comments

Powered by Blogger.