Adsterra

মেয়েদের তলপেটে ব্যথা। - লিখেছেন ডা. আবিদা সুলতানা

মেয়েদের তলপেটে ব্যথা। - লিখেছেন ডা. আবিদা সুলতানা , ঢাকা ভয়েজ, dhaka voice,


নারী দেহের প্রজননতন্ত্রের বা তলপেটের মারাত্মক প্রদাহের মধ্যে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অন্যতম। অধিকাংশ মহিলাই এ রোগে আক্রান্ত হয়। দীর্ঘদিন কষ্টে ভুগে থাকেন। এই প্রদাহ দু'রকমের হতে পারে।

জনন অঙ্গের নিচের দিকে প্রদাহ;

. জনন অঙ্গের উপরের দিকে প্রদাহ। 

 

মেয়েদের তলপেটের মারাত্মক প্রদাহের কারণ 

এ রোগের অনেকগুলো কারণ এর মধ্যে যৌনরোগ। যেমন: গনোরিয়া, ক্লামাইডিয়া সংক্রমণ উল্লেখযোগ্য। স্বামীর যদি যৌনরোগ থাকে তাহলেও হতে পারে। শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে পিআইডি যৌনরোগের সঙ্গে সম্পর্কযুক্ত।  জনন অঙ্গে যক্ষার জীবাণুর সংক্রমণে ও পিআইডি হতে পারে। মদ্যপানড্রাগ আসক্তি, একাধিক যৌনসঙ্গীর  কারণে পিআইডি হয়ে থাকে। অন্যান্য কাজের মধ্যে -

অল্প বয়সে যৌন জীবন শুরু,

মাসিকের সময় সহবাস

অস্বাস্থ্যকর ও অদক্ষভাবে গর্ভপাত করা এবং ডেলিভারি করানো,

ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কনডম ব্যবহার না করা।

স্ত্রী জনন অঙ্গের কোন অপারেশনের পর, লুপ বা কপারটি পড়ানোর পর এই প্রদাহ হতে পারে।

সাধারণত ১৪ থেকে ২৫ বছর বয়সে মহিলারা পিআইডিতে বেশি আক্রান্ত হয়। অশিক্ষিত দরিদ্র মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। কারণ তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা খুব কম। 

 

রোগের লক্ষণ : তলপেটে মারাত্মক প্রদানের লক্ষণ সমূহ

তলপেটে তীব্র ব্যাথা হওয়া। এই ব্যথা কোমরে এবং বাহুতে বিস্তার করতে পারে।

তল পেট ভারী অনুভব করা। 

সহবাসে জরায়ু ও জরায়ু মুখ স্পর্শ করলে প্রচন্ড ব্যথা অনুভব করা।

•  যৌনি পথে দুর্গন্ধ যুক্ত সাদাস্রাব  বা পুঁজ নির্গত হওয়া।

•  প্রস্রাব করার সময় ব্যাথা জ্বালা -যন্ত্রণা করতে পারে।

•  মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে।

শরীরে সব সময় জ্বর থাকতে পারে।

মাথা ব্যথা , বমি বমি ভাব, পেট ফাঁপা হতে পারে।

খেতে অরুচি ও স্বাস্থ্য ক্ষীণ হতে পারে। 

 

পরীক্ষা : রক্তের রুটিন পরীক্ষা করতে হবে। জরায়ুমুখের রস পরীক্ষা করে গনোরিয়া জীবাণু চিহ্নিত হতে পারে। বাওল সাউন্ড কম থাকলে পেটের এক্স-রে করার প্রয়োজন হতে পারে। 

 

প্রতিকার :

তলপেটের মারাত্মক প্রদাহ বা পিআইডির রোগীর উপযুক্ত চিকিৎসা করা না হলে পরবর্তীতে বন্ধ্যাত্ব এবং অন্যান্য জটিলতা দেখা যায়। সেই জন্য যৌন রোগগুলোর প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে সঠিক চিকিৎসা নিলে পিআইডি হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস করা সম্ভব। বাচ্চা হওয়ার বা গর্ভপাতের পর বিশেষ পরিছন্নতা দরকার।  মাসিকের সময় কাপড় বা ন্যাপকিন যায় ব্যবহার করা হোক না কেন তা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একবার ব্যবহার করা জিনিস কখনো দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। প্রতিবার বাথরুমে যাওয়ার পর যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলতে হবে। ঝুঁকিপূর্ণ  সহবাসে কনডম ব্যবহার করতে হবে 

মনে রাখতে হবে, কনডম যৌনরোগ প্রতিরোধে সাহায্য করে।


- ডা. আবিদা সুলতানা 


 ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।


আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

No comments

Powered by Blogger.