Adsterra

পরী মণি হাসপাতালে

পরী মণি হাসপাতালে ,ঢাকা ভয়েজ,  dhaka voice;


ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরী মণি অসুস্থ হয়ে পড়েছেন। বৃস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা।

হাসপাতালে পরী মণির সঙ্গে তার ছেলে রাজ্য রয়েছে। একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরী। তাঁর হাতে স্যালাইন চলছে। ছোট্ট রাজ্য তার পাশে বসে ক্যানোলা লাগানো স্থানে ফুঁ দিচ্ছেন। পরীও ‌‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে রাজ্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকেন।

এ ভিডিওর ক্যাপশনে পরী মণি লিখেছেন, ‘আমার জীবনের শান্তি! আমি তোমার মতো বাজান পেয়ে ধন্য। আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।

গত ১৮ আগস্ট জ্বর নিয়েই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরী। একই সময়ে তাঁর সাবেক স্বামী রাজের রক্তাক্ত মাথার ছবিও পাওয়া যায়। তিনিও গিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। পরে জানা যায়, দাম্পত্য কলহ নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ।

No comments

Powered by Blogger.