Adsterra

ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্ণ করলেন নন্দিত অভিনেত্রী শাবনূর

ক্যারিয়ারের ত্রিশ বছর পূর্ণ করলেন নন্দিত অভিনেত্রী শাবনূর,ঢাকা ভয়েজ,  dhaka voice;


বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকে নন্দিত অভিনেত্রীদের মধ্যে একজন শাবনূর । যে কয়জন নায়িকা সে সময় দাপটের সঙ্গে অভিনয় করে নিজের নামটা আজও ভক্তদের মনে গেঁথে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি। ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। সে হিসেবে গতকাল বাংলা চলচ্চিত্রে শাবনূরের পথচলার তিন দশক পূর্ণ হলো। এই বিশেষ দিনটিকে স্মরণ করেছেন শাবনূর। ক্যারিয়ারের পথচলার প্রথম দিন থেকে তিন দশকের এই দীর্ঘ পথচলায় চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী


শাবনূর তার ফেসবুকে লিখেছেন, ‘সবার ভালোবাসায় চলচ্চিত্রজীবনের পথচলায় তিন দশক পার করে দিলাম, আলহামদুলিল্লাহ। স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম দাদুর ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালের ১৫ অক্টোবর আমার চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছিল। প্রথম এই সিনেমায় আমার সহশিল্পী ছিলেন নায়ক সাব্বির। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক গুণী পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ হয়েছে।’


অভিনয়জীবনের এই ত্রিশ বছরে দর্শকের ভালোবাসার পাশাপাশি তার ঝুলিতে জমেছে অসংখ্য পুরস্কার। অভিনেত্রী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘দুই নয়নের আলো’ (২০০৬) ছবিটি দিয়ে। এ ছাড়া তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন, তিনবার বাচসাস পুরস্কার সম্মাননাও লাভ করেছেন অভিনেত্রী।


অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন শাবনূর। সে কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রবল দর্শক চাহিদার জন্য প্রযোজক-পরিচালকরা আমাকে নিয়ে ছবি নির্মাণে অত্যন্ত আগ্রহী হওয়ায় আমার পক্ষে ১৫৮টি ছবির বিশাল মাইলফলক ছোঁয়া সম্ভব হয়েছে।’


শাবনূর তার অভিনয়নৈপুণ্য ও স্বকীয়তা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন অনন্য উচ্চতায়। সে সময়ে প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি সফল ছিলেন নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে। সহশিল্পীদের মধ্যে প্রয়াত সালমান শাহর সঙ্গে তার জুটি ছিল সবচেয়ে বেশি হিট। সালমানের অকালমৃত্যুর আগ পর্যন্ত মাত্র চার বছরে তিনি ও সালমান সর্বাধিক ১৪টি দর্শকনন্দিত ও ব্যবসাসফল ছবি করেছেন। এ ছাড়া প্রয়াত মান্না ভাই, ওমর সানী, বাপ্পারাজ, আমিন খান, অমিত হাসান, রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, শাকিল খান, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।


চলচ্চিত্রের দর্শক থেকে নেপথ্যের কারিগর- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাবনূর লিখেছেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই বেঁচে আছি। আমার অভিনয়জীবনের দীর্ঘ ৩০ বছরের পথচলায় চলচ্চিত্রের সব প্রযোজক, পরিচালক, সহশিল্পী, চিত্রনাট্যকার, নেপথ্য কণ্ঠশিল্পী, ক্যামেরাম্যান এবং ছবির সঙ্গে জড়িত কলাকুশলীসহ সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী। বিশেষ করে আমার ছবির দর্শক ও অগণিত ভক্তের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনে আমি আজকের এই শাবনূর।’


শাবনূর মানেই শুধু দুর্দান্ত সিনেমা নয়, তার সঙ্গে ছিল মনে রাখার মতো একাধিক জনপ্রিয় গানও। যেমন- ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘উত্তরে ভয়ংকর জঙ্গল’, ‘ও সাথী রে’, ‘এই বুকে বইছে যমুনা তার অথৈ’সহ একাধিক জনপ্রিয় গান এবং সিনেমা দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে, আজও মনে মনে গুনগুন করেন তারা। বেশ কয়েক বছর পর্দায় না থাকলেও জনপ্রিয়তা কমেনি এই অভিনেত্রীর। দর্শক থেকে ভক্ত-অনুরাগীরা মুখিয়ে রয়েছেন আবারও পর্দায় তার অভিনয় দেখার জন্য।


No comments

Powered by Blogger.