ফিলিস্তিনি ভেবে নিজ দেশের নাগরিককে হত্যা করল ইসরাইলি পুলিশ!
ফিলিস্তিনি ভেবে নিজ দেশের নাগরিককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি পুলিশ। রোববার ইসরাইলের দক্ষিণ উপকূলীয় শহর অ্যাশকেলনের কাছে এ ঘটনা ঘটে। এছাড়া শনিবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলের এসদেরত নগরীর এক বাসিন্দাকে গুলি করে আহত করেছে ইসরাইলি বাহিনী।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ উপকূলীয় শহর অ্যাশকেলনের কাছে ফিলিস্তিনি নাগরিক ভেবে একজন ইসরাইলি ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
ইসরাইলি ওই ব্যক্তি গাজা সীমান্ত এলাকা থেকে উত্তরে রুট ৪ বরাবর গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি মনে করে তাকে অনুসরণ করে। তাকে গাজার অধিবাসী (ফিলিস্তিনি) ভেবে গুলি করে হত্যা করে।
ইসরাইলি পুলিশ কর্মকর্তারা বলছেন, সংকেত দেওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কেন থামেননি তা স্পষ্ট নয়।
এদিকে গাড়ি থামাতে অস্বীকার করায় স্থানীয় সময় শনিবার সকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলের এসদেরত নগরীর এক বাসিন্দাকে গুলি করেছে দখলদার ইসরাইলি বাহিনী। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার হামাসের চালানো নজিরবিহীন হামলার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি ইসরাইলি।
No comments