Adsterra

আনুষ্ঠানিক চুক্তি শাকিবের, ২০ তারিখ ভারতে অংশ নেবেন শুটিংয়ে

আনুষ্ঠানিক চুক্তি শাকিবের, ২০ তারিখ ভারতে অংশ নেবেন শুটিংয়ে, ঢাকা ভয়েজ,  dhaka voice;

শাকিব ভক্তরা এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে! যাকে ঘিরে এত আলোচনা, এত আয়োজন সেই তারকাই যে শুরু থেকেই ছিলেন নিশ্চুপ হয়ে! 

বলা হচ্ছে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কথা। নির্মাতা অনন্য মামুনের সঙ্গে জুটি বেঁধে ‘দরদ’ সিনেমায় কাজ করবেন ঢালিউড সুপারস্টার এমন খবর শোনা যাচ্ছিল বহুদিন ধরে। কিন্তু আনুষ্ঠানিকভাবে শাকিবের পক্ষ থেকে কোনো বক্তব্য মেলেনি। ফলে প্যান ইন্ডিয়ান এই ছবিতে শাকিব খান কাজ করবেন কি না সেই প্রশ্নেরও সৃষ্টি হয়েছিল। 

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল। রোববার (৮ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউড সুপারস্টার। শাকিব খানের গুলশানের অফিসে আনুষ্ঠানিকতার পর নায়ককে চিত্রনাট্য বুঝিয়ে দেন নির্মাতা অনন্য মামুন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু। 

এক ফেসবুক স্ট্যাটাসে অফিসিয়ালি শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার সেই মুহূর্তের ছবি প্রকাশ করে মামুন লিখেছেন, তিন বড় ভাইয়ের দোয়া নিয়ে, আজ দেশ ছেড়ে যাচ্ছি। দরদে মায়ায় হাসিতে থাকুক সবার জীবন। আজ থেকে অফিসিয়ালি শুরু হলো দরদের শুটিং যাত্রা। এই নির্মাতা জানান, আগামী ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ‘দরদ’ এর শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। 

‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। আরও থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। 

যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেগুলুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন। খোঁজ নিয়ে জানা যায়, ঈদ ছাড়াও আগামী বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের গল্প তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।


শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।


No comments

Powered by Blogger.