Adsterra

চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে ভক্তের গান উপহার

 

চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে ভক্তের গান উপহার, ঢাকা ভয়েজ,  dhaka voice;

চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন ছিল ৩০ জুলাই। এদিন তার ভেরিফায়েড পেজে প্রকাশ পায় একটি গান। গানটি প্রকাশ করতে গিয়ে জায়েদ লেখেন, ‘যাকে আমি চিনি না, জানি না, সেও ভালোবেসে আমাকে এটা পাঠিয়েছে আমার জন্মদিনে। স্বাধীন বাবু। অনেক ভালোবাসা।’ 


হ্যাঁ, গানটির লেখক স্বাধীন বাবু। জানা গেছে, তিনি গান লেখেন চর্চা করেন। সুরও দেন। তার গান ইতোমধ্যে গেছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পীরা। জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু কণ্ঠ সম্প্রতি গেছেন ‘তোমার খবর নাই’, যা প্রকাশ পায় ড্রিম টাচ মিডিয়া’র পেজে। এরই মধ্যে দুই লাখ সত্তর হাজারের বেশি ভিউ হয়েছে গানটির। কমেন্ট্রি প্রশংসায় ভাসছে। তার কথা ও সুরে ‘চন্দ্র তারা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন আলম আরা মিনুও।


যদিও জায়েদ খানকে নিয়ে করা জন্মদিনের শুভেচ্ছা গানটি তেমন সাড়া না ফেললেও বিনোদন জুগিয়েছে ভক্তদের। রিঅ্যাক্টের অধিকাংশ জুড়েই বোঝা যায় তা। অনেকে সমালোচনায় টেনেছেন এটির, করেছেন প্রশংসাও।


স্বাধীন বাবু বলেন, ‘জায়েদ দাদাকে অনেক ভালবাসি। যদিও কাছ থেকে দেখা হয়নি কখনও। তবুও দাদার উদার কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করে। সেই মুগ্ধকা ও ভালবাসা থেকেই রচনা করেছি গানটি।’


No comments

Powered by Blogger.