Adsterra

ইসরায়েল-হামাস সংঘাতে বাড়ছে জ্বালানির দাম

ইসরায়েল-হামাস সংঘাতে বাড়ছে জ্বালানির দাম, ঢাকা ভয়েজ,  dhaka voice; মধ্যপ্রাচ্যের সংঘাত, ভিক্টোরিয়া স্কলার


ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘাত চলমান। হামাস নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকায় স্থলপথ দিয়ে আগ্রাসন চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। দুপক্ষের এই সংঘাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি, তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর এই শঙ্কার মধ্যেই আজ শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। একইসঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারের সূচক কমেছে। খবর এএফপির।


প্রতিবেদনে ফরাসি সংস্থাটি জানিয়েছে, তেলের সঙ্গে সঙ্গে বেড়েছে স্বর্ণের দামও। আজ প্রতি আউন্স স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে প্রায় দুই হাজার মার্কিন ডলারে। বিনিয়োগের জন্য স্বর্ণকেই নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা। আর এমনটির জন্যই দাম বাড়ছে এই ধাতুর।


এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমে পাওয়েল নীতি সুদের হার না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। ব্যাংকের আগামী বৈঠকে তিনি এমনটা তুলে ধরবেন বলে জানা গেছে। এএফপি বলছে, সুদের হার পরবর্তীতে বাড়াতে চাইছেন পাওয়েল, যা ডলারের মান বাড়াতে সাহায্য করবে।


যুক্তরাজ্যভিত্তিক ব্রোকারহাউস ইন্টারঅ্যাক্টিভের প্রধান ভিক্টোরিয়া স্কলার এক নোটে লেখেন, ‘ইউরোপীয়ান শেয়ারবাজারগুলোতে বিনিয়োগে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। আর এতে সূচক কমছে।’ এর আগে, কয়েকটি কর্মদিবসে এশিয়ার শেয়ারবাজারগুলোরও সূচক কমেছে। বৃহস্পতিবার কমেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সূচকও।


ভিক্টোরিয়া স্কলার বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে সবশেষ তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। এর প্রভাব পড়েছে তেলের বাজারেও।’


এএফপির তথ্যমতে, গ্রিনিচ মান অনুযায়ী সময় ১১০০-এ ব্রেন্ট সি ক্রুডের দাম বেড়েছিল এক শতাংশ। ওই সময় ব্যারেল প্রতি ব্রেন্ট সি ক্রুড বিক্রি হচ্ছিল ৯৩ দশমিক ৩৩ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হয়েছিল ৯০ দশমিক ৬৭ ডলারে।


ওই সময়টিতে লন্ডনের এফটিএসই শেয়ারবাজারে সূচক কমেছিল শূন্য দশমিক ৯ শতাংশ।  জার্মানির ফ্রাঙ্কফুট শেয়ারবাজারে সূচক কমেছে এক দশমিক দুই শতাংশ। এ ছাড়া প্যারিসের সিএসি শেয়ারবাজারে সূচক কমেছে এক দশমিক এক শতাংশ। জাপানের বেঞ্চমার্ক টোকিওর নিক্কেইয়ে শূন্য দশমিক পাঁচ শতাংশ, হংকংয়ের হাং সেং শূন্য দশমিক সাত শতাংশ ও সাংহাই কম্পোসিটে কমেছে শূন্য দশমিক সাত শতাংশ।


No comments

Powered by Blogger.