Adsterra

ফের ঢাকাই সিনেমায় অরিজিতের গান

ঢাকা ভয়েজ,  dhaka voice;  ফের ঢাকাই সিনেমায় অরিজিতের গান


আবারও ঢাকাই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী অরিজিৎ সিং। সিনেমার নাম ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মো. জাকারিয়া মাসুদ।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘সিনেমার একটি গান রয়েছে, যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম। কিন্তু তাঁর সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তাঁর সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।’

‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। আগামী মাস থেকে শুটিং শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। তবে তার আগে সারতে চায় সিনেমার গানের রেকর্ডিং, চূড়ান্ত করতে চায় সিনেমার অভিনয়শিল্পীদের। নির্মাতা জাকারিয়া মাসুদ জানিয়েছেন, নতুন কোনো নায়ক-নায়িকার জুটি উপহার দিতে চান তিনি।

এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং। শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত করেছিলেন অরিন্দম। গানটিতে অরিজিৎ সিংয়ের সহশিল্পী ছিলেন ভারতের সোমলতা।

প্রসঙ্গত, ২০০৫ সালে ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাধ্যমে নজরে আসেন অরিজিৎ সিং। এরপর কম্পোজার শংকর-এহসান-লয় এবং প্রীতমের সহকারী হিসেবে ছয় বছর কাজ করেন। ২০১১ সালে মার্ডার-টু সিনেমায় ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে।


No comments

Powered by Blogger.