Adsterra

প্রকাশ পেল সুপারস্টার জিতের ‘মানুষ’ সিনেমার টিজার

ঢাকা ভয়েজ,  dhaka voice;  প্রকাশ পেল সুপারস্টার জিতের ‘মানুষ’ সিনেমার টিজার


গতকাল সকালে ঘড়ির কাঁটায় নটা বাজতেই জিৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে শেয়ার করলেন নতুন ছবি মানুষের টিজার। ‘মানুষ’ নামের ওই সিনেমার কয়েক সেকেন্ডের টিজারে জিতের অ্যাকশন-ইমোশন আর নতুন লুক দিয়ে দর্শকদের কাবু করলেন যেন।


বড় পর্দায় রোমান্টিক বা অ্যাকশন হিরো অবতারে জিৎকে আগেও দেখেছেন দর্শক। তাই নতুন ছবিতে জিৎ যে এই অবতারে আসবেন, তা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলেন তার ভক্তরা। টিজার যেন সেই উত্তেজনাকে আরও একটু উসকে দিল। একদিকে জিতের ধুঁয়াধার অ্যাকশন সিকোয়েন্স তো অন্যদিকে আবেগ। সেই সঙ্গে জিতের মুখের ঝাঁঝালো সংলাপ, যা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে গল্পে থাকবে ক্রাইমের নির্যাসও।


টিজারের শুরুতেই টাকার ওপর হাত রেখে জিতের সংলাপ, আই ডোন্ট কাউন্ট মানি। এরপর টাকার স্যুটকেস নিয়ে জিতের গডগড করে হেঁটে যাওয়া আর ধুন্ধুমার অ্যাকশনের দৃশ্য। একটা বন্দুকের গুলির শব্দ আর শিশুকন্যার গলায় বাবা বলে আর্তনাদ! রাতের অন্ধকারে ক্রাইম! মানুষের টিজারে জিতের পাশাপাশি নজর কেড়েছেন জিতু কমল। বড় চুল, লম্বা দাঁড়িতে একেবারে অন্য লুক। পাশাপাশি ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম ও টলিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কেও এক ঝলকে দেখা গেছে। ৫০ সেকেন্ডের টিজারটি শেয়ার করে নায়ক জিৎ লিখেছেন, ‘যখন বিশ্বাস আর ক্রোধ একই পথে চলে…।’


‘মানুষ’ নির্মাণ করেছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার। গল্পও তার। নাটক, ওয়েব সিরিজ নির্মাণ করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার সিনেমায় নিজেকে প্রমাণ করার অপেক্ষায়। যদিও ৫০ সেকেন্ডের টিজারেই জানিয়ে দিচ্ছে কতটা কী করতে পারবেন তিনি। নির্মাতা জানালেন, টিজারেও দারুণ সাড়া মিলেছে। অনেকে ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পছন্দের কথা জানাচ্ছেন। বিষয়টি আনন্দ দিচ্ছে নির্মাতাকে। সিনেমাটি জিৎ নিজেই প্রযোজনা করেছেন।


গত ১১ অক্টোবর ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘মানুষ’ ছবিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর এটি মুক্তি পাবে দেশটির প্রেক্ষাগৃহে। নির্মাতা জানিয়েছেন সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দেয়ার চেষ্টা করা হবে।


No comments

Powered by Blogger.