বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ শনিবার
ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই মানেই মর্যাদার। আর সেই সাক্ষাৎ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে তো কথাই নেই! ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে। চলতি বিশ্বকাপে ক্রিকেটের এই দুই পরাশক্তির লড়াই দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
বিশ্বকাপে আগামীকাল শনিবার (১৪ অক্টোবর) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
এবারের বিশ্বকাপে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না থাকলেও এই ম্যাচের আগে জমকালো আয়োজন রেখেছে বিসিসিআই। যেখানে পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় সব তারকারা। সুরের মূর্ছনায় মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং। আধ ঘণ্টার সেই অনুষ্ঠান শেষেই মাঠে গড়াবে খেলা।
ভারত পাকিস্তান ম্যাচে কে এগিয়ে? এমন প্রশ্নে ভারতীয় অধিনায়ক রোহিতের ভাষ্য, ‘দুদলই সমান। কারণ প্রথম দুই ম্যাচে দুদলই চাপ সামলে জয় পেয়েছে। পাশাপাশি বর্তমানে সবাই ভালো ছন্দেও আছে। আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ন আমরা নিজেদের খেলাটা কীভাবে খেলি। এমন ম্যাচে মোমেন্টাম ধরে রাখাটা জরুরী। দর্শকদের চাপ থাকবে, তবে আমরা এমন পরিস্থিতিতে খেলে অভ্যস্ত।’
ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ইতিহাস আশাব্যাঞ্জক নয়। ১৯৯২ সালের পর বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি পাকিস্তান। এমন ইতিহাস মাথায় নিয়েই নামতে হবে পাকিস্তানকে।
এই ম্যাচে খুব বেশি না ভেবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেন, 'অভিজ্ঞতা যত বেশি হবে, ততই এই চাপের বিরুদ্ধে লড়াই করাটা সহজ হয়ে যাবে। আমি যখন ভারতের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেছিলাম, সেইসময় আমার উপরেও যথেষ্ট চাপ ছিল। সিনিয়র ক্রিকেটারদের কর্তব্য হল জুনিয়রদের সঠিক বার্তা দেওয়া। বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই। বল দেখ আর মারতে থাক।'
ওয়ানডে বিশ্বকাপে সাতবারের দেখায় পাকিস্তানের কাছে কখনোই হারেনি ভারত। এই রেকর্ড অক্ষুণ্ণ রাখার লক্ষ্য থাকবে রোহিতদের। গত বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ডিএলএস পদ্ধতিতে ৮৯ রানের জিতেছিল ভারতীয়রা। এই ম্যাচে পাকিস্তান চাইবে হারের বৃত্ত ভাঙতে। অন্যদিকে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে মরিয়া স্বাগতিকরা।
No comments