টুটুলের সঙ্গে বিচ্ছেদ, মুখ খুলেলেন তানিয়া
বছর দুয়েক আগে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের সংসার ভাঙার খবর পাওয়া যায়। কিন্তু বিচ্ছেদ নিয়ে তখন সেভাবে মুখ খোলেননি দুজনে। বিচ্ছেদের কথা জানিয়েছিলেন টুটুল নিজেই। কেন তাদের বিচ্ছেদ হয়েছিল, তা নিয়ে এবার মুখ খুললেন তানিয়া।
করোনার মহামারির আগে থেকেই এই তারকা দম্পতির সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে জানা যায়। বিচ্ছেদের বিষয়ে অভিনেত্রী তানিয়া সংবাদমাধ্যমে এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘বাস্তব জীবনে আবেগটা ভিন্ন রকম। আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। প্রতিনিয়ত যে মানুষটার সঙ্গে আমার সমস্যা চলছে, একসময় মনে হয়েছে দুজনের মধ্যে মনের মিল না থাকার চেয়ে মনে হয় সত্য ভাষণটাই জরুরি দরকার।’
তানিয়া আরও বলেন, ‘যেদিন মনে হয়েছে টুটুল আমার সঙ্গে থাকতে চায় না, সেদিনই আমি তাকে সবকিছু থেকে ব্লক করে দিই। আমাদের সন্তানেরা সেখানে আছে। এখন আমার বাচ্চারাই ফোন দেয়। তাদের সঙ্গে কথা হয়। আমি চাই না বাচ্চারা অসম্মান করা শিখুক। তাদের বাবাকে অসম্মান করুক চাই না। তবে এই ব্লক আর কোনো দিন খুলব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সেই টুটুলকেই চেয়েছি, এস আই টুটুলকে চাইনি।’
উল্লেখ্য, প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদ হয় ২০২১ সালে। বিচ্ছেদের আট মাস পর টুটুল বিয়ে করেন শারমিনকে। সে সময় টুটুল সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘তানিয়ার সঙ্গে আমি পাঁচ বছর সেপারেট ছিলাম’।
No comments