Adsterra

৩২ বছর পর একসঙ্গে দুই মহাতারকা

 ৩২ বছর পর একসঙ্গে দুই মহাতারকা, ঢাকা ভয়েজ,  dhaka voice;  রজনীকান্ত ও অমিতাভ বচ্চন, থালাইভার ১৭০, পরিচালক জে গনভেল। তামিল সুপারস্টার, বলিউড শাহেনশাহ 

এবার নতুন চমক নিয়ে আসছেন পরিচালক জে গনভেল। তামিল সুপারস্টার বলিউড শাহেনশাহকে একসঙ্গে পর্দায় যুক্ত করেছেন তিনি। তার পরবর্তী সিনেমা থালাইভার ১৭০- একসঙ্গে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত অমিতাভ বচ্চনকে।


আগেই রজনীকান্তের এই সিনেমার ঘোষণা করেছিলেন নির্মাতা। এরপর এক এক করে প্রকাশ করেছেন এই সিনেমার অভিনয়শিল্পীদের। বড় চমক হিসেবে গত অক্টোবর জানানো হলো অমিতাভ বচ্চনের নাম। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লেখেন বলিউড সিনেমায় শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে থালাইভার ১৭০ নতুন উচ্চতায় পৌঁছে গেল।

 

উল্লেখ্য, রজনীকান্ত অমিতাভ বচ্চন একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে তাদের হাম সিনেমায় দেখা গিয়েছিল। ৩২ বছর পর আবারও একসঙ্গে হচ্ছেন



এই
দুই মহাতারকা। এই খবরে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভারতীয় দর্শকের মনে। কারণ দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি।

এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। তাই আপাতত এটিকে থালাইভার ১৭০ নামে অতিবাহিত করা হচ্ছে। ছবিটিতে চমক হিসেবে থাকছেন আরও একজন অভিনেতা। তিনি হলেন মালায়লাম সিনেমার অভিনেতা ফাহাদ ফাসিল। ছাড়া এই সিনেমায় দেখা যাবে রানা দাগুবতিকেও।

সিনেমাটির সংগীতায়োজনে থাকছেন হালের সেনশেন অনিরুদ্ধ রবিচন্দর। যিনি সম্প্রতি তুমুল আলোচিত জাওয়ান জলোর-এর সংগীতায়োজন করেছেন। ছবিটিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া রিতিকা সঙ্গী। সব মিলিয়ে বেশ বড় পরিসরেই ছবিটি নির্মিত হচ্ছে।

 

 

No comments

Powered by Blogger.