Adsterra

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০৩০ অনুষ্ঠিত হবে তিন মহাদেশে

  

তিন মহাদেশে ২০৩০ বিশ্বকাপ, ঢাকা ভয়েজ,  dhaka voice;

১৯৩০ সালে প্রথমবারের মতো উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য অফিসিয়ালি বিড করেছিল লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। তিনটি দেশ ছাড়াও মরক্কো, স্পেন এবং পর্তুগালও আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছিল। শেষপর্যন্ত ৬টি দেশকেই ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) 

২০৩০ সালে অনুষ্ঠেয় ২৪ তম ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে। প্রথম বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে পুরো টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও ছয়টি দেশই বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা অর্জন করবে। তাছাড়া তিনটি মহাদেশে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপও হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ।

 

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০৩০ অনুষ্ঠিত হবে তিন মহাদেশে ৪ অক্টোবর ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী গেমসহ তিনটি খেলা উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েকে সিদ্ধান্ত দিয়েছে ফিফা। প্রথম তিন ম্যাচের পর উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং তাদের তিন প্রতিপক্ষ টুর্নামেন্টের বাকি অংশ খেলতে মরক্কো, স্পেন এবং পর্তুগালে যাবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মরক্কো, পর্তুগাল বা স্পেনে অনুষ্ঠিত হবে। তবে নিদিষ্ট কোন দেশে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেনি সংস্থাটি। ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০ এবং ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতেও বিড করেছিল মরক্কো। প্রতিবারই ব্যর্থ হয় আশরাফ হাকিমি-ইউসুফ বোনোর দেশ। মরক্কো উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। 

২০২৩ সালের মার্চে স্পেন এবং পর্তুগালের সঙ্গে যোগ দিয়ে বিড করেছিল মরক্কো। তাদের পাশাপাশি পর্তুগালও প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে। ২০২২ সালের অক্টোবরে স্পেন পর্তুগালের বিডে যোগ দিয়েছিল ইউরোপের আরেক দেশ ইউক্রেন। তারা গ্রুপ-পর্বের কয়েকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে আসে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যা প্রথমবারের মতো দুটি দেশের বেশি আয়োজকের অধীনে একমাত্র সংস্করণ। আর ২০৩০ বিশ্বকাপ প্রথমবারের মতো ছয়টি আলাদা দেশ আয়োজন করবে।

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য এশিয়া থেকে বিড গ্রহণ করবে ফিফা। এই প্রতিযোগিতা আয়োজক হওয়ার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) বিডে এগিয়ে থাকবে বলেও জানায় সংস্থাটি।

No comments

Powered by Blogger.