Adsterra

গাজার ২ শতাধিক স্থানে হামলা ইসরায়েলের, হামাসকে শয়তান-সন্ত্রাসী আখ্যা বাইডেনের

 

গাজার ২ শতাধিক স্থানে হামলা ইসরায়েলের, হামাসকে শয়তান-সন্ত্রাসী আখ্যা বাইডেনের, ঢাকা ভয়েজ,  dhaka voice;

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। অঞ্চলটির দুই শতাধিক স্থানে বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। এদিকে হামাসকে সন্ত্রাসবাদী দল আখ্যা দিয়ে ইসরায়েলে গোষ্ঠীটির হামলাকে ‘স্পষ্ট শয়তানি কাজ’ বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইসরায়েলের জন্য অতিরিক্ত সহায়তাও ঘোষণাও করেছেন তিনি।

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কয়েক ডজন যুদ্ধবিমান গাজার অভ্যন্তরে, গাজা শহরের আশপাশে অন্তত ২০০ স্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব স্থান থেকেই ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছিল। তবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি হামলার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে হামাসের হামলাকে ‘স্পষ্ট শয়তানি কাজ’ বলে আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দ্রুত নিশ্চিত করতে কাজ করতে যাচ্ছে। এ সময় তিনি জানান, বিভিন্ন ধরনের গোলাবারুদসহ আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলকে দেওয়া হবে।

এই অঞ্চলে যেকোনো ধরনের যুদ্ধপরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলেও জানা গেছে। বিশেষ করে ইসরায়েলের আশপাশেই বিমানবাহী রণতরি মোতায়েন করা হয়েছে। এ সময় তিনি ইরানকে ইঙ্গিত করে বলেন, ‘আমি আবারও বলতে চাই, কোনো দেশ, কোনো সংগঠন কিংবা যে কেউ যদি এই পরিস্থিতির ফায়দা ওঠানোর বিষয়ে কোনো সংকল্প করে থাকে, তাহলে আমি বলব, এমনটা ভাবাও উচিত হবে না।’ 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাইডেন বলেন, ‘হামাসের নৃশংসতা, রক্তপিপাসা আমাদের আইসিসের ভয়াবহ তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দেয়। এটি স্পষ্ট সন্ত্রাসবাদ।’


No comments

Powered by Blogger.