Adsterra

সাবানের রঙ রঙিন হলেও এর ফ্যানা সাদা রঙের হয় কেন

ঢাকা ভয়েজ,  dhaka voice; সাবানের রঙ রঙিন হলেও এর ফ্যানা সাদা রঙের হয় কেন


নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাবানের জুড়ি মেলা ভার। তাই আমরা প্রত্যেকেই সাবান ব্যবহার করে থাকি। আজকাল বাজারে বিভিন্ন কোম্পানির সাবান পাওয়া যায় এবং তা ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। কিন্তু কখনো লক্ষ্য করেছেন সাবানের রঙ যাই হোক না কেন, এর ফ্যানা সব সময় সাদা রঙের হয়।

সাবানে থাকা সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়ামেট স্টিয়ারেটের কারণেই সাবানের ফ্যানা তৈরি হয়। কিন্তু কখনো ভেবেছেন সবসময়ই তা সাদা রঙের হয় কেন?


আসলে সাবান যখন গলে যায় তখন জল, বাতাস আর সাবানের মিশ্রণে বুদবুদ তৈরি হয়। সাবানের ফ্যানা হল এই ছোট্ট বুদবুদের সমষ্টি। এরপর ফ্যানার মধ্যে যখন আলো প্রবেশ করে তখন তা ফ্যানার মধ্যে গিয়ে নানাদিকে প্রতিফলিত হতে থাকে, তাই ফ্যানাকে স্বচ্ছ বা সাদা মনে হয়।


এমন পরিস্থিতিতে ফ্যানার মধ্যে আলো এত দ্রুত যায় যে মুহূর্তেই সব রঙই ভেঙ্গে যায়। আর সেই কারণেই সাবানের ফ্যানার রঙ সাদা হয়ে থাকে।



No comments

Powered by Blogger.