Adsterra

বাংলাদেশ এলোমেলো হয়নি, জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে

খেলা, ক্রিকেট, সাকিব আল হাসান, বাংলাদেশ,  ক্রিকেট, ওয়ানডে,  ক্রিকেট,  বিশ্বকাপ, চন্ডিকা হাথুরুসিংহে, ঢাকা ভয়েজ,  dhaka voice;


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এই জয়ে যে আশার পারদ চড়েছিল, সেটিতে নিমেষেই ধস। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হার—সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের ছয় ম্যাচে জিততেই হবে সাকিব আল হাসানদের।


সেই আশা নিয়ে আগামীকাল পুনেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অধিনায়ক সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব ব্যাটিং অনুশীলন করেছেন। বাংলাদেশ কোচ বলেন, ‘গতকাল তার ভালো ব্যাটিং সেশন হয়েছে, আজকে আমরা তার স্ক্যান ফলের জন্য অপেক্ষা করছি। সে এখনো বোলিং করেনি। আমরা তাকে আগামীকাল দেখব, এবং সিদ্ধান্ত নেব। যদি সে খেলার জন্য প্রস্তুত না হয়, আমরা ঝুঁকি নেব না। তবে আগামীকাল তার খেলার সুযোগ রয়েছে।’ 


আজ সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হাথুরু। দলের প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এলোমেলো হইনি। আমরা এখনো প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমি জানি, খেলোয়াড়েরা ভালো করতে চায়। ব্যাটিং গ্রুপের পরিপূর্ণ পারফরম্যান্স দেখা যায়নি। আশা করি, এই ম্যাচে, যেহেতু আমরা সত্যিই একটি ভালো পিচে খেলছি, আগামীকাল একটি পুরোপুরি ব্যাটিং পারফরম্যান্স আশা করছি।’




No comments

Powered by Blogger.