Adsterra

বিরতি কাটিয়ে পর্দায় আসছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান

বিরতি কাটিয়ে পর্দায় আসছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান, ঢাকা ভয়েজ,  dhaka voice;


অবশেষে বিরতি ভেঙে পর্দায় আসছেন আমির খান। হতে যাচ্ছে ভক্তদের অপেক্ষার অবসান। সম্প্রতি নিজের আসন্ন সিনেমার নাম ঘোষণা করেছেন আমির। ‘সিতারে জামিন পার’ নামে এই চলচ্চিত্রে আমির প্রধান ভূমিকায় অভিনয় করবেন কি না তা নিয়ে সংশয় থাকলেও সর্বশেষ প্রকাশিত কিছু প্রতিবেদন অনুসারে আমির খানই প্রধান ভূমিকায় অভিনয় করছেন। আর আমিরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।


গত বছর ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমির খান অভিনয় জগৎ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। তবে ভক্তদের অনুরোধে ফের পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের পরবর্তী প্রকল্পের নামও ঘোষণা করেছেন আমির।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘আমি প্রকাশ্যে এটি সম্পর্কে কথা বলিনি এবং আমি এখনো বেশি কিছু বলতে পারব না। তবে শিরোনাম বলতে পারি। সিনেমার নাম ‘সিতারে জামিন পার’। আপনারা নিশ্চয়ই আমার ‘তারে জামিন পার’ সিনেমাটি মনে রেখেছেন এবং এটির নাম ‘সিতারে জামিন পার’, কারণ আমরা একই থিম নিয়ে এগিয়েছি।


‘তারে জামিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা, যা আপনাদের কাঁদিয়েছে। তবে ‘সিতারে জামিন পার’ আপনাদের হাসাবে, বিনোদন দেবে।’


এদিকে ‘সিতারে জামিন পার’-এ আমিরের সঙ্গে প্রধান নারী ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন জেনেলিয়া। নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো নাম ঘোষণা না হলেও, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে আমিরের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে জেনেলিয়াকে। অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটাও আমিরের হাত ধরেই হয়েছিল।


আমিরের ব্যানারে নির্মিত ‘জানে তু ইয়া জানে না’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন জেনেলিয়া। আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জুটি বেঁধেই বলিউডে অভিষেক হয় তার। এবার আমিরের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন জেনেলিয়া।


No comments

Powered by Blogger.