৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, জাপা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সব জেলাতেই কাউন্সিল করে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী মনোনীত করে প্রতিটি আসনেই কাজ করা হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ের নির্বাচন সঠিক সময় হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।’
এ সময় তিনি আরও বলেন, ‘অদক্ষতা, অপচয় আর লাগামহীন দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে।’
পরে বিকেলে শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ‘একক ভোট করবে জাপা, কারও সঙ্গে আমরা যাব না। দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কখন, কোথায়, কোন অবস্থার সৃষ্টি হবে তা কেউ জানে না। জাতীয় পার্টি জনগণের মনের কথা বোঝার চেষ্টা করছে।’
No comments