Adsterra

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু, ঢাকা ভয়েজ,  dhaka voice;


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান।

আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে আজকের পত্রিকাকে তিনি বলেন, হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কখন ও কীভাবে হিমুর মৃত্যু হলো তা জানতে চাইলে আহসান হাবিব নাসিম বলেন, ‘হাসপাতালে যাচ্ছি, এরপর বিস্তারিত বলতে পারব।’ 

অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।

আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।


No comments

Powered by Blogger.