‘তাপসের সঙ্গে বুবলী সারা রাত থাকেন’
বিনোদন ডেস্ক
এই তো সেদিন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর সোশ্যাল হ্যান্ডেল থেকে তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও অভিনেত্রী শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ আনা হয়। সেখানে জানানো হয়, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর। অবশ্য পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুন্নী। অভিযোগটি উড়িয়ে দিয়ে জানান তার ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল।
এদিকে সেই রেশ কাটতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি কল রেকর্ড। বলা হয়েছে কল রেকর্ডটি মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যাকার। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ওই ফোন আলাপ। ওই আলাপনে দাবি করা হয়েছে তাপসের সঙ্গে বুবলী সারা রাত থাকেন।
মুন্নীকে বলতে শোনা যায়, ‘ওর বিচার আল্লাহ করবে। এই মেয়েটার কথা কী বলব জানি না। আমি পৃথিবীর সবাইকে ভালো মনে করি। সবার ভেতর পজিটিভ এনার্জি খুঁজে পাই। আমার মতো মেয়ে ফেসবুকে লিখেছে! তুমি বোঝো নাই! আমার মাথা তো ঠিক নাই। এই মেয়েটা না...! আমি যখন জিজ্ঞেস করলাম তোমার লজ্জা লাগে না? তুমি জানো না আমরা বিবাহিত? তাপসের সাথে রাতকে রাত বসে থাক। তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন করছ, খারাপ লাগে না? আমার কথা শুনে ও হাসল। ওর হাসি দেখে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি অবাক যে একটা মানুষ এত লজ্জাহীন হয়!’
তবে ফোনালপটি কে বা কারা ফাঁস তা জানা যায়নি। সেইসঙ্গে অপুর কথাবার্তাও শোনা যায়নি। তার প্রতিউত্তরগুলো যে কেটে দেওয়া হয়েছে সেটি বোঝা যাচ্ছে। তবে ফোনের অপর প্রান্তে যে অপু ছিলেন তার প্রমাণ মেলে অপু নাম ধরে তার সঙ্গে মুন্নীর কথা বলায়।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ও সত্যতা যাচাই করতে অপু বিশ্বাস ও ফারজানা মুন্নীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের দুজনের ফোন-ই বন্ধ পাওয়া যায়।
No comments