এবার ‘টাইমড আউট’ নিয়ে মুখ খুললেন সাকিব
শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে চলমান বিশ্বকাপের আসরে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ দল। টানা ছয় ম্যাচ হারের পর দ্বিতীয় জয় পেল সাকিব বাহিনী।
তবে এমন জয়ের দিনে টাইগারদের বিতর্ক সৃষ্টি হয় লঙ্কান ব্যাটার অ্যাঞ্জোলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে। তবে লঙ্কান অলরাউন্ডারের আউটের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘টাইমড আউট’ হন ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রথমবারের মতো দেখা গেছে এই অদ্ভুত আউট। আর তাই তো বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।
এ ঘটনায় ম্যাথিউসের এমন আউট নিয়ে ভাবতে চান না সাকিব। সব কিছুর আগে দলের জয় বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। সেজন্যে ম্যাচ শেষে এই আউটের ব্যাখ্যাও দিয়েছেন সাকিব।
সাকিব বলেন, ‘আমাদের একজন ফিল্ডার আমার কাছে এসে বলেছে যে, এই মুহূর্তে আবেদন করলে সে (ম্যাথিউস) আউট হবে। তখন আমি অ্যাম্পায়ারের কাছে আবেদন করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেছে আমি সত্যিই আবেদন করছি কিনা? আমি আবেদন ফিরিয়ে নেব কিনা? আমি বলেছি না যদি নিয়মে থাকে আর যদি আউট হয়, তাহলে আমি আবেদন করছি। ঠিক এটাই হয়েছে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘ক্রিকেটের আইনে আছে। আমি জানি না এটা ঠিক নাকি বেঠিক। মনে হচ্ছিল আমি যুদ্ধে আছি। আমার একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমার দলের জয় নিশ্চিত করতে হতো। সে জন্য যা দরকার তা করব। ঠিক নাকি বেঠিক, এ নিয়ে বিতর্ক হবে। যদি আইনে থাকে, তাহলে আমার এই সুযোগগুলো নিতে আপত্তি নেই।’
এদিন শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে ৫৩ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে নেট রানরেটে পয়েন্ট টেবিলের ৭ম অবস্থানে উঠে এসেছে টাইগাররা। আর এই জয়ে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments