Adsterra

জায়েদ খানের নাচানাচি খুবই ভালো ছিল : তামিম ইকবাল

 
জায়েদ খানের নাচানাচি খুবই ভালো ছিল : তামিম ইকবাল, ঢাকা ভয়েজ,  dhaka voice;


ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানের কর্মকাণ্ড দেখে সামাজিক মাধ্যমে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেন। কেউ কেউ করেন ট্রল। কটাক্ষের এই ভিড়বাট্টায় জায়েদকে প্রশংসায় সিক্ত করলেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খান। জায়েদের নাচের প্রশংসা করেছেন তিনি।


একটি অনলাইন শোয়ে এসেছিলেন তামিম। এর আগে একই শোয়ে এসেছিলেন জায়েদ খান। ওই শোয়ে উপস্থাপকদের কাছে তামিম জানতে চান, ‘আপনারা তো অনেক শো করেছেন। কোন শো-টা ভালো হয়েছে?’ এ সময় একজন অবশ্য জানান, তিনি এই শোতে আজই যোগ দিয়েছেন। কিন্তু অন্যজন তো এরইমধ্যে কয়েকটি শো করেছেন। তাই তিনি কিছুটা দ্বিধায় পড়েন। শেষে জানান, চলমান শো অর্থাৎ তামিমেরটা ভালো লেগেছে।


তামিম তখন বলেন, আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তামিম তার দ্বিধা দূর করে বলেন, কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?


এ সময় তামিম বলেন, ‘হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শো গুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।’


আরেকজন উপস্থাপক বললেন, হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট। পরে আরও কিছু প্রশংসাসূচক বাক্য যুক্ত করেন।


তামিমের মন্তব্য নিয়ে জায়েদ খান বলেন,‘তামিম ইকবালের কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক সন্মানের। আমি আনন্দিত। উনি আমার খুব প্রিয় একজন খেলোয়াড়।’


No comments

Powered by Blogger.