Adsterra

অভিনেত্রী হিমুর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

অভিনেত্রী হিমুর মৃত্যু ঘিরে ধোঁয়াশা, ঢাকা ভয়েজ,  dhaka voice;


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিনয় শিল্পী সংঘ বলছে, যাঁরা হিমুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁদের একজনকে পুলিশ খুঁজছে। 


এ বিষয়ে কথা হয় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানাননি চিকিৎসক। তাঁরা বলেছেন, পোস্টমর্টেম শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


ফ্যানের হ্যাঙ্গারে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল হিমুর দেহ ফ্যানের হ্যাঙ্গারে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল হিমুর দেহ 

অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।


আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।



চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.