৩৪ এ শবনম বুবলী
শবনম ইয়াসমিন বুবলী- ঢালিউডের এই সময়ের চাহিদা সম্পন্ন অভিনেত্রী। সংবাদ পাঠিকা থেকে ঢাকাই সিনেমায় যুক্ত হয়েই কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন এই লাস্যময়ী। ৩৩ বসন্ত পেরিয়ে এই নায়িকা আজ পা রাখছেন জীবনের ৩৪তম বসন্তে। ১৯৮৯ সালের এই দিনে (২০ নভেম্বর) জন্মগ্রহণ করেন তিনি।
তবে জন্মদিনে আহামরি কোনো আয়োজন নেই বলেই জানান বুবলী। প্রতিবারের মতো এবারও অনেকটা সাদামাটাভাবেই বিশেষ এই দিনটি পালন করা হবে জানিয়ে বুবলী বলেন, ‘আমার জন্মদিনটা আমি আমার নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি, মসজিদে মিলাদ দেয়া হয় আর এতিমদের খাওয়ানো হয়। বরাবর এমনই করি। এবারও সে রকমই পরিকল্পনা আছে।’
বুবলী আরও বলেন, ‘জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে পারি। সবার ভালোবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক তার। মন্দার বাজারে ‘বসগিরি’ ও ‘শুটার’ দুটি ছবিই ব্যবসা সফল হয়। এরপর এ জুটির ‘সুপারহিরো’ ও ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’সহ একে একে প্রায় এক ডজন ছবিই সুপারহিট ব্যবসা করে। শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর সবাই ধরেই নিয়েছিলেন, শাকিবকে ছাড়া অন্য কোনো ছবিতে বুবলী অভিনয় করবেন না। কিন্তু সবার সে ধারণা ভুল প্রমাণ করে শাকিব ছাড়া অন্য নায়কদের বিপরীতেও অভিনয় করছেন বুবলী। যদিও শাকিব ছাড়া বুবলীর প্রথম ছবি ‘ক্যাসিনো’ মুক্তির পর প্রথম সপ্তাহেই ফ্লপের তালিকায় পড়ে। বর্তমানে এই তারকার হাতে একগুচ্ছ নতুন সিনেমা রয়েছে। এখন সিনেমাই বুবলীর স্বপ্ন। সিনেমার সঙ্গেই কাটে তার একেকটা দিন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আরও বহুদূর পথ চলতে চান এই নায়িকা।
No comments