চোখে অঞ্জনি হলে যা করবেন, যা করবেন না
অঞ্জনি হলে চোখে নানা সমস্যা দেখা দেয়। এমনকি ঘরের বাইরে বের হতে গেলে বিব্রতবোধ হয়। চোখের পাপড়ির গোড়ায় ছোট ফুসকুড়ি দেখা দিলে চোখের পাতা ফুলে যায়। এতে চোখে লালচে ভাব,খচখচে অনুভূতি ও প্রদাহসহ নানান অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। চলতি ভাষায় এটিকে অঞ্জনি বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা স্টাই বা এক্সটারনাল হর্ডিওলাম নামে পরিচিত।
অঞ্জনি কেন হয়
চোখের পাপড়ির গোড়ায় জিস এবং মোল নামক গ্রন্থিটি স্টেফাইলোক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে কিংবা ত্বকের মৃত কোষ এবং ঘাম গ্রন্থির নিঃসরণে বন্ধ হয়ে ছোট ছোট দানা তৈরি করে। অনেক ক্ষেত্রে ভেতরে পুঁজ তৈরি হয়ে জটিলাকার ধারণ করে, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। এ ছাড়া পাপড়ির গোড়ায় মিবোমিয়ান গ্ল্যান্ড নামক গ্রন্থিটির মুখ বন্ধ হয়ে গেলে সঠিকভাবে তেল নিঃসরণ ব্যাহত হয়। ফলে পাথরের মত শক্ত এক বা একাধিক ফুসকুড়ি চোখের পাতার ভেতরে বা বাইরে দেখা দেয়। এটি ক্যালাজিয়ন বা ইন্টার্নাল হর্ডিওলাম নামে পরিচিত। কনজাংটিভাইটিস, দৃষ্টিশক্তির স্বল্পতা, ট্রাকোমা এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে এ রোগের আধিক্য দেখা যায়।
করণীয়
১. অঞ্জনি হলে চোখ কচলাবেন না।
২. বারবার হাত দিয়ে চোখ স্পর্শ করবেন না।
৩. উষ্ণ গরম পানিতে পরিষ্কার কাপড় বা তুলা ভিজিয়ে দিনে কয়েকবার আক্রান্ত স্থানে সেঁক দিন। এতে ভেতরের পুঁজ বের হয়ে আসবে।
৪. এ সময় কখনোই বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। এতে চোখের ক্ষতি হবে।
৫. চোখের যত্নে ক্ষারবিহীন বেবি শ্যাম্পু পানিতে মিশিয়ে তুলা ভিজিয়ে চোখের পাতা পরিষ্কার করুন।
৬. চোখ বেশি ব্যথা বা লাল হলে চিকিৎসকের পরামর্শ নিন।
No comments