Adsterra

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, সাভার, ড্যাফোডিল,  ঢাকা ভয়েজ,  dhaka voice;


সাভারে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলা করেছে এলাকাবাসী। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন।


সাভারে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের জেরে কয়েকদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হলে বিক্ষুব্ধ সহপাঠীরা এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালান। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তর হত্যাকাণ্ডের জের ধরে রোববার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা চারাবাগ এলাকার আঞ্চলিক সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশকিছু দোকানপাটে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করে এলাকাবাসী।
 
শিক্ষার্থীরা জানান, ঘটনার পরপরই এলাকার মসজিদ থেকে মাইকে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘোষণা দেন স্থানীয়রা। পরে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে ক্যাম্পাসের আবাসিক হলে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, শিক্ষার্থী হত্যাকাণ্ডের জের ধরে রাতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা আগে বা পরে হামলা করেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইউনিভার্সিটির হাবিবুল হাসান অন্তর নামের শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। পরে ২ নভেম্বর নিজ এলাকা ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্তর। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় বাজারে দোকানপাট ভাঙচুর চালান। একই দিন হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি রাহাতকে গ্রেফতার করে পুলিশ।





চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com

No comments

Powered by Blogger.