Adsterra

জয়ার ঝুলিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পাঁচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জয়ার ঝুলিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পাঁচ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, গেরিলা, চোরাবালি, জিরো ডিগ্রি, দেবী, বিউটি সার্কাস, ঢাকা ভয়েজ,  dhaka voice;


জয়া আহসান। এই নামটির পরিচিতি শুধু বাংলাদেশে নয়, বহু আগেই দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি সমানতালে কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। সাফল্য যেনো তারজন্য অবধারিত। একর পর এক সিনেমায় কাজ করে যেমন সাফল্য পাচ্ছেন, তেমনি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন। অনবদ্য অভিনয়ের জন্য তার হাতে উঠছে একর পর এক সম্মাননা। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করা হয়েছে, ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন। চলুন এক নজরে জেনে নেয়া যাক তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকার নাম।



গেরিলা

গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি৷ যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান। ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে পুরস্কার অর্জন করেন জয়া আহসান। প্রধান চরিত্রে জয়া আহসান ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।



চোরাবালি

গেরিলা চলচ্চিত্রের সাফল্যের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করেন। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। গেরিলা দিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।



জিরো ডিগ্রি

জিরো ডিগ্রী অনিমেষ আইচ পরিচালিত ২০১৫ সালে মুক্তি পায়। জিরো ডিগ্রি দিয়ে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জয়া আহসান। প্লে হাউস প্রোডাকশনস্-এর ব্যানারে জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ জিরো ডিগ্রীর প্রযোজনা করেছেন। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, দিলরুবা ইয়াসমিন রুহি, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ।

 


দেবী

দেবী: মিসির আলি প্রথমবার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী রহস্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি ধারাবাহিকের একই নামের প্রথম উপন্যাস থেকে। সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। দেবী দিয়ে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জয়া আহসান। চলচ্চিত্রটিতে অভিনয় ছাড়াও প্রযোজনা করেন জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য চৌধুরী (কিশোরী রানু), শবনম ফারিয়া, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।



বিউটি সার্কাস

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পর হুমকির মুখে পড়ে এক নারী। কিন্তু সে আপন শক্তিতে টিকে থাকে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমা দিয়ে জয়া আহসানের হাতে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠে। জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ। পরিচালক মাহমুদ দিদারের এটি প্রথম সিনেমা।


No comments

Powered by Blogger.