গার্মেন্টস শ্রমিকদের দাবি নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, হত্যার শিকার শ্রমিকদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ, শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর হয়রানি—ছাঁটাই—নির্যাতন বন্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে যেভাবে পুলিশ ও মালিকদের গুন্ডাবাহিনী হামলা করেছে, তা খুবই ন্যক্কারজনক। শ্রমিক হত্যা করা হয়েছে, অসংখ্য শ্রমিক আহত হয়েছেন। এই রকম পরিস্থিতিতে শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর চলছে হয়রানি, ছাঁটাইয়ের হুমকি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নির্যাতন।
বক্তারা বলেন, আমরা বলতে চাই, এটা পুরোপুরি একটা স্বৈরতান্ত্রিক শাসনের চেহারা। শ্রমিকদের স্বার্থের পরিপন্থী তৎপরতার মাধ্যমে কখনোই উৎপাদনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। ফলে মূল্যবৃদ্ধির বাজারে পাঁচ বছর পার হয়ে গেলেও যখন মজুরি বৃদ্ধির কোনো ঘোষণা না পেয়ে শ্রমিকরা এই আন্দোলনে রাজপথে নেমেছে, তা শতভাগ যৌক্তিক এবং ন্যায্য। তাই অবিলম্বে শ্রমিক হত্যাকারী ও হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
সমাবেশে সংগঠনের নেতারা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকার দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে দেশের সর্বস্তরের শ্রমজীবী, মেহনতি ও সচেতন জনসাধারণের প্রতি এই আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ—সভাপতি মানস নন্দী ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments