কয়েক মিনিটের ব্যবধানে রাজধানীতে ৩ বাসে আগুন
রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও ৭টা ৩৫ মিনিটে পৃথক আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিউমার্কেট এলাকার বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এলিফ্যান্ট রোড এলাকার বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া সায়েদাবাদ জনপথ মোড় এলাকার বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আরও দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মর্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তিনটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
No comments